এখন আইনের বইয়ে যা লেখা আছে জনগণকে পালন করতে হয়-সরকার পালন করে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী
বক্তব্য রাখছেন আইনমন্ত্রী আনিসুল হক | ছবি: টেলিভিশন থেকে নেওয়া

দেশে আইনের শাসন নেই এমন অভিযোগ ভিত্তিহীন মন্তব্য করে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, 'আমাদের সময় আইনের বইতে যা লেখা আছে জনগণকে সেটা পালন করতে হয়, সরকার সেটা পালন করে।'

'সেটাকেই বলা হয় আইনের শাসন,' বলেন তিনি।

আজ শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা আওয়ামী লীগের মতবিনিময় সভায় অংশ নিয়ে আনিসুল হক এই কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, 'বিএনপির শাসন আমলে হত্যা করলেও মানুষ বেঁচে যেত; তাদের পক্ষের লোক। যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছিলেন, তাদের তারা (বিএনপি) চাকরি দিয়ে পুনর্বাসিত করেছিল। বড় বড় লিডার অব দ্য অপজিশন বানিয়ে দিয়েছিল। আমাদের সময় সেই সব হয় না।'

'আইনের শাসন নেই যে বলে, সে আইনের শাসন মানে কী সেটাই বোঝ না,' বলেন আইনমন্ত্রী।

Comments

The Daily Star  | English

Lives on hold: Workers await reopening of closed jute mills

Five years on: Jute mill revival uneven, workers face deepening poverty

15h ago