‘আমিও একই কথা বলব—কোনো মতেই স্বাধীনতাবিরোধীদের ক্ষমতায় আসতে দেওয়া যাবে না’

আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর | ছবি: সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 'আমিও একই কথা বলব—কোনো মতেই স্বাধীনতাবিরোধীদের ক্ষমতায় আসতে দেওয়া যাবে না।'

সাবেক মন্ত্রী সুনীল কুমার গুপ্তর ১৫তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

ভাসানী অনুসারী পরিষদ এই স্মরণ সভার আয়োজন করে।

মির্জা ফখরুল বলেন, 'আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল হিসেবে অনেক পুরোনো। প্রকৃতপক্ষে মওলানা আবদুল হামিদ খান ভাসানী এটার প্রতিষ্ঠাতা। তাকেও আওয়ামী লীগ বাদ দিয়ে দিয়েছে। কারণ তার চিন্তা-ভাবনার সঙ্গে পরবর্তী যে আওয়ামী লীগ হয়েছে তার মিল ছিল না।'

তিনি বলেন, 'আজকের যে আওয়ামী লীগ, আমার মনে হয়, পরবর্তীতে আওয়ামী লীগে যারা এসেছিলেন নেতৃত্বে তাদের সঙ্গে তাদেরও খুব একটা মিল আছে বলে আমার মনে হয় না। আওয়ামী লীগের নেতৃত্বে এখন যারা আছেন, তাদের অধিকাংশই ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সঙ্গে জড়িত ছিলেন না। যারা বলেন স্বাধীনতাবিরোধী শক্তি—আমাদের দিকে আঙুল দেখাতে চান, আমি প্রশ্ন করতে চাই, আপনারা কি দেখিয়ে দিতে পারবেন যে, আপনাদের যারা আছেন তাদের মধ্যে কয়জন মুক্তিযোদ্ধা ছিলেন?'

'এখনো আমাদের যে স্থায়ী কমিটি রয়েছে, কেন্দ্রীয় কমিটি রয়েছে, আমাদের সঙ্গে যারা কাজ করছেন, একসঙ্গে গণতন্ত্রের জন্য সংগ্রাম করছেন তাদের অধিকাংশ মুক্তিযুদ্ধের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন,' বলেন ফখরুল।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতকাল ওয়াশিংটনে দেওয়ার বক্তব্যের জের ধরে বিএনপি মহাসচিব বলেন, 'আমিও একই কথা বলব—কোনো মতেই স্বাধীনতাবিরোধীদের ক্ষমতায় আসতে দেওয়া যাবে না।'

আওয়ামী লীগ পুরোনো কায়দায় একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা করছে অভিযোগ করে তিনি আরও বলেন, 'দুঃখজনকভাবে, অত্যন্ত লজ্জাজনকভাবে আওয়ামী লীগ আজকে স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে।'

ফখরুল বলেন, 'আমি পুরো আওয়ামী লীগ বলতে চাই না, এই সরকার আজকে স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, সাধারণ মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।'

'যদি আবারও স্বাধীনতাবিরোধী শক্তি ক্ষমতায় আসে তাহলে এই দেশে অস্তিত্ব থাকবে না,' বলেন তিনি।

আওয়ামী লীগের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, 'আজকে সমগ্র জাতিকে তারা বিভক্ত করে ফেলেছে। সমগ্র জাতির মধ্যে হানাহানি তারা এমন পর্যায়ে নিয়ে গেছে যেখান থেকে ফিরে আসা অসম্ভব।'

Comments

The Daily Star  | English
IMF World Bank Spring Meetings 2025

IMF-World Bank meetings end with little tariff clarity, but economic foreboding

Many participants in the Spring Meetings had a sense that Trump's admin was still conflicted in its demands from trading partners

54m ago