ভোট ডাকাতি করলে পদ্মা সাঁতরাইয়া পার হতে হবে: কাজী জাফরউল্লাহকে নিক্সন

‘আগামী নির্বাচনে আমি হ্যাট্রিক করবো। এ এলাকায় আগামীতে সুষ্ঠু নির্বাচন হবে। আমার এলাকায় ভোট ডাকাতির কথা ভাববেন না। ভোট ডাকাতি করার চিন্তা করলে পদ্মা সেতু দিয়া না, সাঁতরাইয়া পদ্মা নদী পার হতে হবে।’
শুক্রবার বিকেল ৫টার দিকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নূরুল্লাগঞ্জ ইউনিয়নের বাইশ রশি শিব সুন্দরী উচ্চ বিদ্যালয় মাঠে এক জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নিক্সন চৌধুরী। ছবি: সংগৃহীত

ফরিদপুর ৪ আসনের স্বতন্ত্র দলীয় সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন ওই আসনের সাবেক সংসদ সদস্য কাজী জাফরউল্লাহ'র উদ্দেশে বলেছেন, 'আগামী নির্বাচনে আমি হ্যাট্রিক করবো। এ এলাকায় আগামীতে সুষ্ঠু নির্বাচন হবে। আমার এলাকায় ভোট ডাকাতির কথা ভাববেন না। ভোট ডাকাতি করার চিন্তা করলে পদ্মা সেতু দিয়া না, সাঁতরাইয়া পদ্মা নদী পার হতে হবে।'

আজ শুক্রবার বিকেল ৫টার দিকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নূরুল্লাগঞ্জ ইউনিয়নের বাইশ রশি শিব সুন্দরী উচ্চ বিদ্যালয় মাঠে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নিক্সন চৌধুরী।

ফরিদপুরের ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রান উপজেলা নিয়ে গঠিত ফরিদপুর-৪ আসনের বর্তমান স্বতন্ত্র সংসদ সদস্য নিক্সন চৌধুরী কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সভাপতি মন্ডলীর সদস্য। অন্যদিকে ওই আসনের সাবেক সংসদ সদস্য কাজী জাফরউল্লাহ বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য।

২০১৪ সালে জাতীয় সংসদ নির্বাচনে নিক্সন চৌধুরী স্বতন্ত্র প্রার্থী হিসেবে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কাজী জাফরউল্লাহকে হারিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। গত ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনেও আওয়ামী লীগ প্রার্থী কাজী জাফরউল্লাহ স্বতন্ত্র প্রার্থী নিক্সন চৌধুরীর কাছে পরাজিত হন।

নিক্সন চৌধুরী বলেন, 'আপনি (কাজী জাফরউল্লাহ) কোন মুখে ভোট চান। মানুষের বিপদের সময় তাদের পাশে থাকেন না। এখন নির্বাচনের আগে এলাকায় এসেছেন। আপনি শুধু আপনাকে, আপনার পরিবারকে এবং পানামার টাকাকে ভালোবাসেন।'

'ভোট ডাকাতি করতে এলে জনগণ দাঁতভাঙা জবাব দেবে' মন্তব্য করে নিক্সন চৌধুরী বলেন, 'মোটেও বেফাঁস কথা বলবেন না। দেশের মানুষ চায় আমি নৌকা প্রতীক পাই। আমি প্রধানমন্ত্রীর কাছে নমিনেশন চাইবো। যদি নমিনেশন পাই তাহলে সারাদেশের মধ্যে সবচেয়ে বেশি ভোট পেয়ে শেখ হাসিনাকে উপহার দেব। আর যদি কোনো ষড়যন্ত্রের কারণে নৌকা না পাই তাহলে আমি আমার ৯টি বছর জীবন যৌবন দিয়ে আপনাদের জন্য কাজ করেছি আপনাদের সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত।'

এসময় নিক্সন চৌধুরী সমবেত জনতার উদ্দেশে বলেন, 'আপনারা কী বলেন, তাহলে (আওয়ামী লীগের মনোনয়ন না পেলে) নির্বাচনে দাঁড়াবো কি না।

তখন সেখানে উপস্থিত সমর্থকরা সমস্বরে 'দাঁড়ান.. দাঁড়ান' বলে ওঠেন।

নিক্সন চৌধুরী আরও বলেন, 'কাজী জাফরউল্লার লোকজন এমনভাবে কথা বলছেন তাতে মনে হচ্ছে তিনি এমপি হয়ে গেছেন। ওনাকে ওরা এমপি বানায় ফেলছে। উনিই একমাত্র ব্যক্তি যিনি নির্বাচনের আগে এমপি হয়ে গেছেন।'

'আপনার চাচা ও বাবা এ এলাকায় অনেক উন্নয়ন করে গেছেন। এজন্য তাদের স্যালুট জানাই। পাশাপাশি কোনো কাজ না করার জন্য আপনাকে ধিক্কার জানাই। আপনি দেশের ২০ জন ধনীর মধ্যে একজন। আপনি একটি ব্যাংকের মালিক অনেক ব্যবসার সঙ্গে আপনি জড়িত অথচ এই তিন উপজেলার একটা ছেলেকেও আপনি চাকরি দেন নাই,' বলেন তিনি।

নিক্সন চৌধুরী তার সমর্থকদের উদ্দেশে বলেন, 'আপনারা নিজেদের মধ্যে দলাদলি করবেন না, মারামারি করবেন না। এ এলাকার লোক শান্তি চায়। আপনারা একসঙ্গে মিলেমিশে থাকেন। যদি কেউ মারামারি করতে চান তাহলে তাকে কোনো ছাড় দেওয়া হবে না।'

সভায় সভাপতিত্ব করেন নূরুল্লাগঞ্জ ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান সৈয়দ শাহীন আলম। সভাটি পরিচালনা করেন ওই ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলাম।

এছাড়া বক্তব্য রাখেন নূরুল্লাগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আশরাফ আলী মীর ও সাবেক সংরক্ষিত মহিলা সদস্য রাজীয়া সুলতানা।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান সাহাদাত হোসেন, ভাঙ্গা উপজেলা পরিষদের চেযারম্যান হাবিবুর রহমান, সদরপুর উপজেলা পরিষদের চেযারম্যান কাজী শফিকুর রহমান।

Comments

The Daily Star  | English
Representational image of Bangladeshi migrant workers.

UN experts express dismay over situation of Bangladeshi migrants in Malaysia

UN experts today expressed dismay about the situation of Bangladeshi migrants in Malaysia, who had travelled there in the hope of employment after engaging in the official labour migration process

5m ago