নির্বাচন ঠেকিয়ে দেওয়ার ধৃষ্টতা দেখানোর সুযোগ নেই: তথ্যমন্ত্রী

নির্বাচন প্রতিহত বা বর্জনের ঘোষণা; এটি গণতন্ত্রকে প্রতিহত বা গণতন্ত্রকে ঠেকিয়ে দেওয়ার ঘোষণার মতো।
আজ সোমবার দুপুরে সচিবালয়ে বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ | ছবি: টেলিভিশন থেকে নেওয়া

বিএনপি নির্বাচন বর্জন করতে পারে কিন্তু নির্বাচন বন্ধ করা কিংবা নির্বাচন ঠেকিয়ে দেওয়ার ধৃষ্টতা দেখানোর সুযোগ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

তিনি আরও বলেন, 'এ দেশের মানুষ বিএনপিকে সেই সুযোগ দেবে না।'

আজ সোমবার দুপুরে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, 'প্রধানমন্ত্রীর জাপান ও যুক্তরাষ্ট্র সফর অত্যন্ত সফল ছিল। যুক্তরাজ্য সফরকালে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে আগামী নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে এবং তিনি (প্রধানমন্ত্রী) বলেছেন, আমরা বাংলাদেশে ব্রিটেনের মতো একটি সুন্দর নির্বাচন করতে চাই। সব ধরনের অবজারভারকে তিনি স্বাগত জানিয়েছেন।'

তথ্যমন্ত্রী আরও বলেন, 'বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা যখন এমন একটি সফর করছেন এবং এমন একটি সুন্দর নির্বাচন করার ঐকান্তিক ইচ্ছার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন সেই সময় বাংলাদেশে বিএনপি নেতারা নির্বাচন প্রতিহত করার ঘোষণা দিচ্ছেন। নির্বাচন প্রতিহত বা বর্জনের ঘোষণা; এটি গণতন্ত্রকে প্রতিহত বা গণতন্ত্রকে ঠেকিয়ে দেওয়ার ঘোষণার মতো।

'আসলে বিএনপি দেশে গণতন্ত্র চায় না। বিএনপি সব সময় পানি ঘোলা করতে চায় এবং ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়,' বলেন তিনি।

Comments