রাজনীতি

নরসিংদীতে ছাত্রদলের ২ গ্রুপের সংঘর্ষ: গুলিবিদ্ধ আরও একজনের মৃত্যু

এ নিয়ে সংঘর্ষের এই ঘটনায় ২ জন নিহত হলেন।
স্টার অনলাইন গ্রাফিক্স

নরসিংদীতে অভ্যন্তরীণ কোন্দলের জেরে জেলা ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আশরাফুল ইসলাম (২০) মারা গেছেন।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার সকাল সাড়ে ৯টায় তিনি মারা যান।

বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া।

তিনি জানান, গতকাল আশরাফুলের অপারেশন হয়। এরপর আজ সকালে তিনি মারা যান।

এ নিয়ে সংঘর্ষের এই ঘটনায় ২ জন নিহত হলেন।

গতকাল বিকেল ৪টায় শহরের চিনিশপুরে জেলা বিএনপির কার্যালয়ের কাছে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে গুলিবিদ্ধ হলে জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাদেকুর রহমান (৩২) ও ছাত্রদল কর্মী আশরাফুলকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। গতকালই সাদেকুর মারা যান।

Comments

The Daily Star  | English

2 Bangladeshis among injured in Odisha train accident

Two Bangladeshi nationals, who were going to Chennai from Shalimar station near Kolkata, are reportedly among the injured in the triple train crash in the eastern Indian state of Odisha, a Bangladesh deputy high commission official in Kolkata said today..Both the Bangladeshis were in the C

1h ago