বিএনপি ক্ষমতায় এলে ‘আত্মহত্যা’ করবেন এমপি নাজিম উদ্দিন

উঠান বৈঠকে বক্তব্য রাখছেন বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ। ছবি: সংগৃহীত

আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জয়ী হয়ে সরকার গঠন করলে 'বিষ খেয়ে আত্মহত্যা' করবেন বলে মন্তব্য করেছেন ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ।

গতকাল শনিবার সন্ধ্যায় গৌরীপুর উপজেলার ভূটিয়ারকোনা গ্রামের মাস্টারবাড়ি এলাকায় এক উঠান বৈঠকে তিনি এই মন্তব্য করেন।

তিনি বলেন, 'উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আগামী জাতীয় সংসদ নির্বাচনেও ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে হবে।'

বিএনপির বিরুদ্ধে অভিযোগ করে তিনি বলেন, 'এরাই ৩০ লাখ মানুষকে শহীদ করেছে, এরাই ২ লাখ মা-বোনের ইজ্জত নষ্ট করেছে। তারা যদি আবার ক্ষমতায় আসে, তাহলে আমি একজন মুক্তিযোদ্ধা আপনাদের সামনে বিষ খেয়ে আত্মহত্যা করবো। যদি শুনতে পারি নৌকা হেরে গেছে, খালেদা জিয়া ক্ষমতায় গেছেন, তাহলে আমি আর বেঁচে থাকতে চাই না। আমার বেঁচে থাকার কোনো দরকার নেই।'

এ সময় নৌকায় ভোট চেয়ে নাজিম উদ্দিন বলেন, 'আপনারা যদি নৌকায় ভোট না দেন, তাহলে জাতির সঙ্গে বেইমানি হবে, ৩০ লাখ শহীদের সঙ্গে বেইমানি হবে, ২ লাখ মা-বোনের ইজ্জতের সঙ্গে বেইমানি হবে। তাই আমার অনুরোধ, আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আরেকবার সুযোগ দিন, যাতে এই দেশে রাজাকার, আলবদর আর ক্ষমতায় না আসতে পারে।'

উঠান বৈঠকে গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. হেলাল উদ্দিন আহমেদ ও স্থানীয় আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।

'আত্মহত্যা' করার মন্তব্য বিষয়ে জানতে চাইলে সংসদ সদস্য নাজিম উদ্দিন আজ সাংবাদিকদের বলেন, 'মুক্তিযোদ্ধা হিসেবে আমি চাই না স্বাধীনতা বিরোধী শক্তি দেশের ক্ষমতায় আসুক। আমি মূলত স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে নিজের অনুভূতি প্রকাশ করতে কথাগুলো বলেছিলাম।'

Comments

The Daily Star  | English

Govt cuts interest rates on savings tools

Finance ministry lowers rates on four key savings instruments

2h ago