স্লোগান দেওয়াকে কেন্দ্র করে চট্টগ্রামে ১৪ দলের সমাবেশে ‘ছাত্রলীগের’ দু’পক্ষের সংঘর্ষ

চট্টগ্রাম সিটি করপোরেশনের দুই কাউন্সিলরের অনুসারী ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে স্লোগান দেওয়াকে কেন্দ্র করে চেয়ার ছোঁড়াছুড়ি ও হাতাহাতির ঘটনা ঘটে বলে জানা গেছে।
স্লোগান দেওয়াকে কেন্দ্র করে চট্টগ্রামে ১৪ দলের সমাবেশে দুই পক্ষের মধ্যে চেয়ার ছোঁড়াছুড়ি ও হাতাহাতির ঘটনা ঘটেছে। ছবি: সংগৃহীত

স্লোগান দেওয়াকে কেন্দ্র করে চট্টগ্রামে ১৪ দলের সমাবেশে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে।

আজ বুধবার বিকেলে দেশব্যাপী সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে চট্টগ্রাম জেলা পরিষদ মার্কেটের সামনে আয়োজিত সমাবেশের শুরুতে এ ঘটনা ঘটে।

সেসময় চট্টগ্রাম সিটি করপোরেশনের দুই কাউন্সিলরের অনুসারী ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে স্লোগান দেওয়াকে কেন্দ্র করে চেয়ার ছোঁড়াছুড়ি ও হাতাহাতির ঘটনা ঘটে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৫টার দিকে দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়, প্রায় ১০ থেকে ১৫ মিনিট পর্যন্ত এ সংঘর্ষ চলে। এসময় সমাবেশস্থল ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

চট্টগ্রামে ১৪ দলের সমন্বয়ক ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহসভাপতি খোরশেদ আলম সুজন মঞ্চ থেকে নেমে এলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং সমাবেশ শুরু হয়।

স্লোগান দেওয়াকে কেন্দ্র করে চট্টগ্রামে ১৪ দলের সমাবেশে দুই পক্ষের মধ্যে চেয়ার ছোঁড়াছুড়ি ও হাতাহাতির ঘটনা ঘটেছে। ছবি: সংগৃহীত

চট্টগ্রামে ১৪ দলের অন্যতম নেতা ও ওয়ার্কার্স পার্টি চট্টগ্রাম জেলার সভাপতি অ্যাডভোকেট আবু হানিফ দ্য ডেইলি স্টারকে বলেন, 'সমাবেশ শুরুর আগে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে স্লোগান দেওয়াকে কেন্দ্র করে প্রথমে কথা কাটাকাটি, তারপর হাতাহাতি এবং এক পর্যায়ে চেয়ার ছোঁড়াছুড়ি শুরু হয়। এই সময় চট্টগ্রামে ১৪ দলের সমন্বয়ক খোরশেদ আলম সুজনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় ৪-৫ জন সামান্য আহত হয়েছেন।'

তবে সংঘর্ষে ছাত্রলীগের কেউ জড়িত ছিল না বলে দাবি করেছেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর।

তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, 'ছাত্রলীগের কোনো মিছিল ১৪ দলের সমাবেশে যায়নি। আমি নিজেও অসুস্থ। শুনেছি চট্টগ্রাম সিটি করপোরেশনের দুই কাউন্সিলরের অনুসারীদের মধ্যে স্লোগান দেওয়াকে কেন্দ্র করে সামান্য হাতাহাতি হয়েছে।'

কোন কাউন্সিলরের অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়েছে জানতে চাইলে তাদের নাম বলতে অস্বীকৃতি জানিয়েছেন জাকারিয়া দস্তগীর।

চট্টগ্রামে ১৪ দলের সমন্বয়ক খোরশেদ আলম সুজন দ্য ডেইলি স্টারকে বলেন, 'সমাবেশ বানচাল করার জন্য একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে অপচেষ্টা চালিয়েছিল কিন্তু তা সফল হয়নি। সমাবেশ যথাসময়ে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।'

Comments

The Daily Star  | English

No cheer from export and remittance

The strain on dollar stockpile intensified last month after remittance inflows crashed to a 41-month low and export receipts missed target.

11h ago