বাঙালি এখন নিজের পায়ে দাঁড়াতে শিখেছে: আইনমন্ত্রী

আনিসুল হক, ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া, বাজেট,
আখাউড়া উপজেলার মোগড়া উচ্চবিদ্যালয় মাঠে ওয়ার্ড ছাত্রলীগের বার্ষিক সম্মেলনে আইনমন্ত্রী আনিসুল হক। ছবি: সংগৃহীত

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বাঙালি এখন নিজেদের পায়ে দাঁড়াতে শিখেছে।

আজ শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া উচ্চবিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ওয়ার্ড ছাত্রলীগের বার্ষিক সম্মেলনে এ কথা বলেন তিনি।

আইনমন্ত্রী বলেন, '২০০৬ সালে বিএনপি তাদের শেষ সময়ে ৬৩ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা করেছিল, যার ৮০ শতাংশই ছিল বিদেশ থেকে আনা। আর বর্তমান সরকার ৭ লাখ ৬১ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা করেছে, যার ৮০ শতাংশের বেশি দেশের মানুষের টাকা। বাঙালি এখন নিজেদের পায়ে দাঁড়াতে শিখেছে।'

তিনি আরও বলেন, 'জনগণের ভোটে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন বিএনপি দেখে না। তারা নির্বাচন করতে জনগণের কাছেও আসবে না। গত দুটি নির্বাচনে দেশের মানুষ তা দেখেছে। তারা মূলত নির্বাচন করবে না, নির্বাচন নষ্ট করবে। মানুষকে বাসে পুড়িয়ে মারবে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।'

'দেশের সব মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আছে। ষড়যন্ত্র করে লাভ নেই, দেশের জনগণ উচিত শিক্ষা দেবে,' বলেন তিনি।

Comments

The Daily Star  | English

Ishraque holds DSCC meeting as 'mayor'

Organisers said the event aimed to ensuring a cleaner Dhaka and improve civic services

9m ago