সংলাপের বিকল্প কিছু নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

আজ বুধবার দুপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সদর দপ্তরে স্বাধীনতা পুরস্কার-২০২৩ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সংলাপের বিকল্প কিছু নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি: ভিডিও থেকে নেওয়া

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সংলাপের কোনো বিকল্প নেই।

তিনি বলেন, 'সংলাপের বিকল্প কিছু নেই। আমরা মনে করি সবকিছু সংলাপের মাধ্যমে, আলোচনার মাধ্যমে শেষ করতে হবে। আমরা সেটাই বিশ্বাস করি। আমাদের আওয়ামী লীগ বিশ্বাস করে জনগণের ক্ষমতায়ন। জনগণকে নিয়েই চলতে হবে। সবাইকে নিয়ে চলতে হবে, আলোচনার বিকল্প কিছু নেই।'

আজ বুধবার দুপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সদর দপ্তরে স্বাধীনতা পুরস্কার-২০২৩ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আসাদুজ্জামান খান কামাল বলেন, 'আমরা মনে করি রাষ্ট্রদূতরা তাদের শিষ্টাচার মেনে এবং তাদের ওপরে যে বিধি-বিধিনিষেধ আছে সে সকল মেনে তাদের অর্পিত দায়িত্ব পালন করবে। তাদের বিষয়টি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় মনিটরিং করে থাকে এবং তাদের ওপর দৃষ্টি রাখছে।'

Comments