দেশে-বিদেশে কোথাও এই সরকারের সমর্থন নেই: মির্জা ফখরুল

মির্জা ফখরুল
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্টার ফাইল ফটো

দেশে ও বিদেশে কোথাও বর্তমান আওয়ামী লীগ সরকারের সমর্থন নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার বিকেলে রাজধানীর শাহজাদপুরে আয়োজিত শ্রমিক-কর্মচারী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন।

বর্তমান সরকারের কোনো আমলেই 'কোনো নির্বাচন সুষ্ঠু হয়নি' দাবি করে সমাবেশে মির্জা ফখরুল বলেন, 'তারা বলে তাদের সময় নাকি নির্বাচন সুষ্ঠু হয়। আমি পরিষ্কার করে বলতে চাই, এই সরকারের কোনোকালে নির্বাচন সুষ্ঠু হয়নি।'

'এই সরকার ক্ষমতায় থাকলে আগামী নির্বাচনও সুষ্ঠু হবে না,' বলেন তিনি।

বৃহস্পতিবার গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, 'স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন তোলার সুযোগ নেই। আওয়ামী লীগের আমলে যে নির্বাচন সুষ্ঠু হয় সেটি প্রমাণিত।'

প্রধানমন্ত্রীর ওই বক্তব্যের জবাব দিতে গিয়ে বিএনপি মহাসচিব এসব কথা বলেন।

তিনি আরও বলেন, 'আজ সরকার সম্পূর্ণভাবে মানুষের অধিকার কেড়ে নিয়েছে, জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছে, শ্রমিকদের বাঁচার অধিকার কেড়ে নিয়েছে।'

'এর মধ্যে প্রধানমন্ত্রী আবার এমন এমন কথা বলে আমাদের দেশকে বিপদে ফেলে দিয়েছে। আপনারা দেখেছেন, আমেরিকা থেকে ফিরে এসে তিনি বললেন যে আমেরিকা তাকে সরাতে চায়। এটা তো প্রধানমন্ত্রীর কাছ থেকে আমরা আশা করি না,' বলেন মির্জা ফখরুল।

'তার মানে তিনি বুঝে গেছেন, আন্তর্জাতিক সিস্টেম তার পক্ষে নেই। বাংলাদেশেও তার সমর্থন নেই। কারণ বাংলাদেশের মানুষ একটাই কথা বলছে, আপনি এই মুহূর্তে চলে যান,' যোগ করেন তিনি।

এ সময় তিনি তত্ত্বাবধায়ক সরকারের দাবি তুলে বলেন, 'পরিষ্কার কথা, পদত্যাগ করে একটা তত্ত্বাবধায়ক সরকারের হাতে, নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা দিন। কারণ এদেশে শেখ হাসিনা সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না।'

মির্জা ফখরুল বলেন, 'এই সরকার জনগণের আন্দোলনকে ভয় পায় বলেই আমাদের নেতৃবৃন্দকে আটকে রেখেছে। আপনারা জানেন মহানগর দক্ষিণের সদস্যসচিব রফিকুল আলম মজনুকে দিনের পর দিন আটকে রেখে তাকে জামিন দেওয়া হচ্ছে না। যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নিরব, যুবদলের সাধারণ সম্পাদক মোনায়েম মুন্নাকে আটকে রেখেছে। আরও অসংখ্য নেতাকর্মীকে আটকে রেখেছে।'

'সবচেয়ে বড় কথা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অসুস্থ অবস্থায় আটক করে রাখা হয়েছে, যোগ করেন মির্জা ফখরুল।

জাতীয়তাবাদী শ্রমিক দল মহানগর উত্তরের আয়োজনে 'লোডশেডিং, দ্রব্যমূল্য কমানোসহ সরকার পদত্যাগের ১০ দফা' দাবিতে রাজধানীর শাহজাদপুরের সুবাস্তু টাওয়ারের সামনে শ্রমিক-কর্মচারী সমাবেশ হয়। 

পরে সেখান থেকে মালিবাগ আবুল হোটেল মোড় পর্যন্ত পদযাত্রা হয়। এতে শ্রমিক দলের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।

সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, শ্রমবিষয়ক সহসম্পাদক হুমায়ুন কবির খান, ফিরোজ উজ জামান, ইশরাক হোসেন প্রমুখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

Comments

The Daily Star  | English

Bangladesh at a historic crossroads: Dr Kamal Hossain

Eminent jurist Dr Kamal Hossain today said Bangladesh stands at a turning point of history following recent mass uprisings

1h ago