কুমিল্লায় বিএনপির গাড়িবহরে আ. লীগের হামলার অভিযোগ, আহত ৫০

হামলায় আহতদের হাসপাতালে নেওয়া হচ্ছে। ছবি: সংগৃহীত

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নোয়াখালীতে পদযাত্রায় অংশগ্রহণ করতে যাওয়ার পথে কুমিল্লার লাকসামে হামলার শিকার হওয়ার অভিযোগ করেছে মুরাদনগর উপজেলা বিএনপি।

আজ শুক্রবার দুপুরে লাকসাম উত্তর বাইপাস সড়কের উত্তর মোড়ে এ হামলার ঘটনা ঘটে। 

মুরাদনগর উপজেলা বিএনপি সূত্র জানায়, পদযাত্রায় অংশ নিতে তারা প্রায় ৬০টি গাড়ি নিয়ে রওনা হয়েছিলেন। পথিমধ্যে লাকসাম বাইপাসে পৌঁছালে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা গাড়িবহরে হামলা চালায়। এসময় ৩০টি গাড়ি ভাঙচুর করা হয়। 

এ ঘটনায় দলের প্রায় ৫০ নেতাকর্মী আহত হয়েছেন বলে অভিযোগ করেছে মুরাদনগর উপজেলা বিএনপি। আহতরা কুমিল্লার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

উপজেলা বিএনপি সূত্র আরও জানায়, আহতদের মধ্যে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোল্লা মজিবুল হক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট নাছির উদ্দিন, উপজেলা কৃষক দলের আহ্বায়ক নায়েব আলী, মুরাদনগর সদর ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি বসিরুল ইসলাম মোল্লা, কুমিল্লা উত্তর জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক নাছির উদ্দিন এবং উপজেলা স্বেচ্ছসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক বাদশা রয়েছেন।
 
এ ঘটনার নিন্দা জানিয়ে আহত মুরাদনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোল্লা মজিবুল হক দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমাদের শান্তিপূর্ণ পদযাত্রা ব্যাহত করতে এ হামলা চালানো হয়েছে। অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। একইসঙ্গে এই সরকারের পদত্যাগ দাবি করছি।'

বিএনপির গাড়িবহরে হামলার বিষয়ে লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আহমেদ ডেইলি স্টারকে বলেন, 'গাড়িবহরে হামলার বিষয়ে থানায় কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।'

লাকসাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মো. ইউনুস ভূঁইয়া ডেইলি স্টারকে বলেন, 'এ হামলার বিষয়ে আমি কিছুই জানি না।'

Comments

The Daily Star  | English
India’s stance on Sheikh Hasina's extradition

NIDs of Hasina, 9 family members 'locked'

The NIDs of the 10 listed individuals were locked through an official letter on April 16

21m ago