রাজনীতি

বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক আজগর তালুকদার গ্রেপ্তার

মঙ্গলবার বগুড়ায় বিএনপি-পুলিশ সংঘর্ষের ঘটনায় ইন্ধনদাতা হিসেবে প্রধান আসামি করা হয় জেলা বিএনপির সাধারণ সম্পাদককে। 
বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক আজগর তালুকদার গ্রেপ্তার
আলী আজগর তালুকদার হেনা। ছবি: সংগৃহীত

বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনাকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

আজ বুধবার ভোর সাড়ে ৩টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। 

এ ছাড়া স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মাজেদুর রহমান জুয়েলকে তার বাসা থেকে একই সময়ে গ্রেপ্তার করেছে পুলিশ।

বগুড়ারর পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী দ্য ডেইলি স্টারকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গতকাল বিএনপির পদযাত্রায় পুলিশের সঙ্গে সাংঘর্ষের ঘটনায় দিনগত রাতেই বিএনপি নেতাকর্মীদের নামে বগুড়া সদর থানায় ৪টি মামলা দায়ের করা হয়েছে বলে জানায় পুলিশ।

কর্তব্যরত পুলিশের ওপর হামলা, সরকারি স্থাপনায় ভাঙচুর, ককটেল বিস্ফোরণসহ একাধিক অভিযোগে মামলাগুলো করা হয়েছে বলে জানান, পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী।

গতকালের ঘটনায় ইন্ধনদাতা হিসেবে প্রধান আসামি করা হয় জেলা বিএনপির সাধারণ সম্পাদককে। 

মামলায় মোট কতজনকে আসামি করা হয়েছে জানতে চাইলে পুলিশ সুপার বলেন, 'ভিডিও ফুটেজ থেকে কয়েক জনের নাম উল্লেখ করে এবং 'আরও অনেকে' উল্লেখ করে মামলা করা হয়েছে।'

 

 

Comments