বাংলাদেশ

বগুড়ায় বিএনপি-পুলিশ সংঘর্ষ: টিয়ারশেলের ধোঁয়ায় ২৭ স্কুলশিক্ষার্থী অসুস্থ

আজ দুপুর সাড়ে ১২টার দিকে বগুড়া শহরের ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।  
বগুড়ায় বিএনপি-পুলিশ সংঘর্ষ: টিয়ারশেলের ধোঁয়ায় ২৭ স্কুলশিক্ষার্থী অসুস্থ
বগুড়ায় বিএনপি-পুলিশ সংঘর্ষে পুলিশের ছোড়া টিয়ারশেলের ধোঁয়ায় ২৭ স্কুলশিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। ছবি: সংগৃহীত

বগুড়ায় পুলিশ-বিএনপির সংঘর্ষের সময় পুলিশের ছোড়া টিয়ারশেলের ধোঁয়ায় একটি বিদ্যালয়ে ২৭ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

আজ দুপুর সাড়ে ১২টার দিকে বগুড়া শহরের ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।  

জানা গেছে, পুলিশ-বিএনপির নেতাকর্মীদের পদযাত্রায় বাঁধা দিলে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের সময় পুলিশ ২০ থেকে ৩০টি টিয়ারশেল নিক্ষেপ করে। 

পুলিশের ছোড়া টিয়ারশেলের ধোঁয়ায় ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়লে তাদের বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে  নিয়ে ভর্তি করা হয়।

মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. শফিক আমিন কাজল দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'স্কুলের পাশের রাস্তায় টিয়ারশেল নিক্ষেপের কারণে শিক্ষার্থীরা ধোঁয়ায় বমি করে অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে ভর্তি করা হয়।'

বেশ কিছু শিক্ষার্থীকে অক্সিজেন দেওয়া হয়েছে বলে জানান চিকিৎসক কাজল।

তিনি বলেন, 'শিক্ষার্থীদের অনেকে ধোঁয়ার কারণে ভয় পেয়ে বেশি অসুস্থ হয়ে পড়েছে। তবে এটা সময়ের সঙ্গে সঙ্গে ঠিক হয়ে যাবে।'

এ বিষয়ে ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহাদাত হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, 'দুপুর ১২টার সময় ১২-১৩ শ শিক্ষার্থী ক্লাস করছিল। এ সময় টিয়ারশেল নিক্ষেপের ঘটনা ঘটলে বাচ্চাদের শ্বাসকষ্ট শুরু হয়।'

তিনি আরও বলেন, 'ভয়ে অনেকে অসুস্থ হয়ে পড়েছে। আমি খবর নিয়ে জেনেছি অনেকে হাসপাতালে ভর্তি হয়েছে।'

Comments