সরকার যেভাবে চায় নির্বাচন কমিশন সেভাবে কাজ করে: মির্জা ফখরুল

দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গণে বিএনপির পদযাত্রার আগে সমাবেশে বক্তব্য দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: স্টার

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন কমিশন তার বিশ্বাসযোগ্যতা হারিয়েছে এবং সরকার যা নির্দেশ দেয় তারা তাই করে।

দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুর জেলা বিএনপি আয়োজিত পদযাত্রা উপলক্ষে দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গণে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, 'শেখ হাসিনার সরকার দেশের গণতন্ত্রকে ধ্বংস করেছে, তারা দেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে। গণতান্ত্রিক দেশ পাওয়ার জন্য মানুষ ১৯৭১ সালে দেশ স্বাধীন করেছে। কিন্তু আওয়ামী লীগ দেশের গণতন্ত্র ধ্বংস করে চলেছে।'

সংসদ ভেঙে দিয়ে নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের দাবি জানিয়ে তিনি বলেন, 'আমরা আগে ১০ দফা দাবি দিলেও এখন দাবি একটাই। সেটা হলো শেখ হাসিনার পদত্যাগ। প্রধানমন্ত্রীকে এখনই পদত্যাগ করতে হবে এবং নির্দলীয় সরকার ব্যবস্থার মাধ্যমে নির্বাচন দিতে হবে।'

মির্জা ফখরুল বলেন, 'এই আওয়ামী লীগ সরকারের আমলে ২০১৮ সালে রাতে নির্বাচন হয়েছে। ২০১৪ সালে আওয়ামী লীগের ১৫৪ জন সংসদ সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে।'

গত সোমবার ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে হিরো আলমের ওপর নৌকার ব্যাজধারীদের হামলা প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, 'তারা হিরো আলমকেও ছাড় দেয়নি। তারা কাউকে সহ্য করতে পারে না।'

বিএনপির আন্দোলনকে 'অস্তিত্ব রক্ষার' আন্দোলন আখ্যা দিয়ে তিনি বলেন, 'এই আন্দোলন বিএনপির আন্দোলন নয়, খালেদা জিয়ার আন্দোলন নয়, তারেক জিয়ার আন্দোলন নয়। এটা গোটা দেশের মানুষের আন্দোলন।'

দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালানোর কথা জানিয়ে তিনি বলেন, 'আমাদের বা দেশের অস্তিত্ব থাকবে কি থাকবে না তা নির্ভর করছে এই দেশের মানুষের আন্দোলনের ওপর। আগামীতে আমরা থাকব কি থাকব না সেটা নির্ভর করছে আন্দোলনের ওপর।'

বিএনপির ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেনের সভাপতিত্বে এই সমাবেশের পর বিকেল সাড়ে ৫টার দিকে মির্জা ফখরুলের নেতৃত্বে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পদযাত্রা হয়।

Comments

The Daily Star  | English

Bangladesh tops sea arrivals to Italy

The number of Bangladeshis crossing the perilous Mediterranean Sea to reach Italy has doubled in the first two months this year in comparison with the same period last year.

6h ago