শেখ হাসিনার মতো সফল-দক্ষ রাষ্ট্রনায়ক কম আছে: কাদের

obaidul qader photo
ওবায়দুল কাদের। ফাইল ছবি

বিএনপি সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের আস্থার ঠিকানা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ শনিবার সকালে নোয়াখালীতে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত 'শান্তি ও উন্নয়ন' সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, 'কবিরহাটবাসীর ভোটে আমি বার বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। তাই এখানকার জনগণের প্রতি আমি কৃতজ্ঞ। এখানকার স্কুল-কলেজ-মসজিদ-মাদ্রাসা ও বিদ্যুৎসহ ব্যাপক উন্নয়ন হয়েছে। আমার নির্বাচনী সব ওয়াদা আমি পূরণ করব।'

সাম্প্রদায়িকতা আজ বড় চ্যালেঞ্জ উল্লেখ করে তিনি বলেন, 'সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের আস্থার ঠিকানা বিএনপি। গত ৪ বছরে বিএনপি কোনো আন্দোলন গড়ে তুলতে পারেনি। আন্দোলন, সংগ্রাম আর রক্ত ঝরিয়ে আওয়ামী লীগের গতি থামাতে পারবে না।'

দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের জ্যেষ্ঠ এই নেতা বলেন, 'বিএনপি আন্দোলনে ব্যর্থ। যারা আন্দোলনে ব্যর্থ, তারা নির্বাচনেও ব্যর্থ। ফখরুল হয়তো জানেন না, এক সময়ে নোয়াখালী বিএনপির ঘাঁটি ছিল, যা বর্তমানে আওয়ামী লীগের ঘাঁটিতে পরিণত হয়েছে। যারা আগুন নিয়ে সন্ত্রাস করতে আসবে, তাদের হাত আগুনে পুড়িয়ে ও ভেঙে দিতে হবে।'

ওবায়দুল কাদের বলেন, 'আওয়ামী লীগ অনেক শক্তিশালী। ৭৬ বছর বয়সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করছেন। তিনি ২৪ ঘণ্টায় ৪-৫ ঘণ্টার বেশি ঘুমান না। সততা, দেশপ্রেম ও জনগণের ভালবাসা নিয়ে এবং কর্মদক্ষতার মাধ্যমে বিশ্বের প্রথম সারির কয়েকজন ক্ষমতাধর নেতাদের মধ্যে শেখ হাসিনা অন্যতম। শেখ হাসিনা অত্যন্ত সাহসী। তার সাহস, কর্মদক্ষ ও দেশ পরিচালনার প্রশংসায় বিশ্বের নেতারা। তার মতো সফল ও দক্ষ রাষ্ট্রনায়ক কম আছে।'

'শেখ হাসিনা আজ ঢাকাসহ সারা দেশকে আধুনিক শহরে রূপান্তরিত করেছেন। দেশে অনেক লোকের চাকরি হয়েছে। চাকরি একটা চলমান প্রক্রিয়া। মেট্রোরেলের মাধ্যমেও অনেক লোকের চাকরি হয়েছে', বলেন তিনি।

Comments

The Daily Star  | English

Will resign if govt interferes in election process: CEC

He has issued a stern warning against any kind of irregularity ahead of the polls

1h ago