সোহরাওয়ার্দী উদ্যানে ভেঙে পড়া মঞ্চেই বিএনপির তারুণ্যের সমাবেশ

সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির তারুণ্যের সমাবেশের মঞ্চ। ছবি: ভিডিও থেকে নেওয়া

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ভেঙে যাওয়া মঞ্চেই চলছে বিএনপির তারুণ্যের সমাবেশ। 'দেশ বাঁচাতে' এই সমাবেশের আয়োজন করেছে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল।

বিকেল পৌনে ৩টার দিকে সমাবেশের মঞ্চ ভেঙে যায়। নেতাকর্মীরা জানান, মঞ্চ ভাঙার পরও সমাবেশ চলছে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

দেশের বিভাগীয় শহরগুলোতে সমাবেশ শেষে ঢাকায় চলছে বিএনপির অঙ্গ সংগঠনের তারুণ্যের এ সমাবেশ। 

সকাল থেকেই দলের নেতাকর্মীরা হাতে ব্যানার-ফেস্টুন নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হন। ঢাকা ও আশপাশের জেলার বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা সমাবেশে যোগ দিয়েছেন। সরকারের পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন তারা।

সোহরাওয়ার্দী উদ্যানে দলের বিভিন্ন ইউনিট ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা তাদের ব্যানার নিয়ে পৃথক অবস্থান নিয়েছেন।

সমাবেশের কারণে শাহবাগ মোড় থেকে মৎস্য ভবন এলাকা ও আশপাশের অন্যান্য সড়কে তীব্র যানজট তৈরি হয়েছে।

 

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

1h ago