বৃহস্পতিবার ঢাবিতে সমাবেশের অনুমতি চেয়েছে ছাত্রলীগ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জিমনেসিয়াম মাঠ বা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আগামীকাল বৃহস্পতিবার সমাবেশের অনুমতি চেয়েছে ছাত্রলীগ।
বায়তুল মোকাররম এলাকায় সমাবেশ করতে আজ বুধবার বিকেল পর্যন্ত ডিএমপির অনুমতি পায়নি ছাত্রলীগ-যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগ।
এর পরিপ্রেক্ষিতে ওই দুই এলাকায় সমাবেশের অনুমতি চেয়ে ঢাবি কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়েছে ঢাবি ছাত্রলীগ।
এ তথ্য নিশ্চিত করে ঢাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানবীর হাসান সৈকত দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমরা জিমনেসিয়াম বা কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় সমাবেশের অনুমতির জন্য আবেদন করেছি। অনুমতি পেলে আমরা সমাবেশের প্রস্তুতি চূড়ান্ত করব।'
যোগাযোগ করা হলে ঢাবি প্রক্টর অধ্যাপক মাকসুদুর রহমান বলেন, তিনি এখন একটি মিটিংয়ে আছেন এবং পরে জানাতে পারবেন।
গত শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সহযোগী সংগঠনের ব্যানারে 'তারুণ্যের সমাবেশ' করে বিএনপি। সেই সমাবেশ থেকে আগামীকাল বৃহস্পতিবার সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করার ঘোষণা দেওয়া হয়।
বিএনপির মহাসমাবেশ ঘোষণার পর বায়তুল মোকাররম এলাকায় 'শান্তি সমাবেশে'র ডাক দেয় ক্ষমতাসীন আওয়ামী লীগের ৩ সংগঠন।
অন্যদিকে, যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে বৃহস্পতিবার বিএনপির মিত্র দলগুলোও রাজপথে নানা কর্মসূচি নিয়ে থাকছে।
Comments