‘এত ক্ষুধা রাজনৈতিক নেতার, আমরা তো তিন দিনও খাই নাই’

‘উনি কেন খেলেন? এত ক্ষুধা রাজনৈতিক নেতার! কিসের রাজনৈতিক নেতা। আমরা তো তিন দিনও খাই নাই।’
বাংলাদেশ জাতীয় নির্বাচন ২০২৪
ওবায়দুল কাদের। ফাইল ছবি: সংগৃহীত

বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়ের ডিবি কার্যালয়ে খাবার খাওয়ার ছবি ও ভিডিও প্রচারে দোষের কিছু দেখছেন না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ সোমবার সচিবালয়ে এক মতবিনিময় সভায় সাংবাদিকদের তিনি বলেন বলেন, 'এটা গোয়েন্দাদের বিষয়... এটা রাজনৈতিক ব্যক্তিরা করেননি। বিপ্লব বা আরাফাত এটা করেননি।'

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা বিপ্লব বড়ুয়া ও মোহাম্মদ এ আরাফাত।

এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, 'যা সত্য সেটা আসছে। সেটা তো আর কিছু বলার নাই। ওরা সাজিয়ে দিয়েছে কি না ভিন্ন কথা। কিন্তু উনি তো রুই মাছ দিয়ে ভালো করে খেয়েছেন।'

একজন গোয়েন্দা প্রধানের দপ্তরে এরকম খাওয়া-দাওয়া হলো এ বিষয়ে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, 'উনি কেন খেলেন? এত ক্ষুধা রাজনৈতিক নেতার। কিসের রাজনৈতিক নেতা। আমরা তো তিনদিনও খাই নাই।'

Comments

The Daily Star  | English

Bangladesh ranks 84th among 127 countries in Global Hunger Index

The level of hunger in Bangladesh this year has been categorised as "moderate"

1h ago