নাটোরে বিএনপি নেতা রহিম নেওয়াজের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

নাটোর জেলা বিএনপির নেতা রহিম নেওয়াজের ওপর হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল। ছবি: স্টার

নাটোর জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সোমবার বিকেল পৌনে ৬টার দিকে শহরের আলাইপুরে বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করা হয়। সেখানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু, জেলা বিএনপি সদস্য ফরহাদ আলী দেওয়ান শাহীন, সানোয়ার হোসেন তুষার, নাটোর জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন।

জেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু সমাবেশে বলেন, আওয়ামী লীগ হামলা মামলা দিয়ে শেখ হাসিনার নেতৃত্বে ক্ষমতায় টিকে থাকতে চায়। তারা জনগণের মনোভাব বোঝে না। হামলা-মামলা-নির্যাতন করে আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকতে চাইলে আমরা জনগণকে সম্পৃক্ত করে তাদের উৎক্ষাত করব।

রহিম নেওয়াজের ছেলে রাকিব নেওয়াজ অভিযোগ করে বলেন, দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপির কর্মসূচির জন্য রহিম নেওয়াজ পন্ডিতগ্রামের বাড়ি থেকে রিকশায় করে বিএনপির কার্যালয় আলাইপুরের দিকে যাচ্ছিলেন। ভোরে ৬টার দিকে শহরের গুড়পট্টি এলাকায় পৌঁছালে আওয়ামী লীগ কর্মী রাশিদুল ইসলাম কোয়েল এবং তার সহযোগীরা অতর্কিত হামলা করে।

লাঠি দিয়ে তাকে পেটানোর বিষয়টি স্বীকার করেন এমপি শিমুলের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত যুবলীগ নেতা রাশিদুল ইসলাম কোয়েল। তিনি বলেন, 'বিএনপির নৈরাজ্য প্রতিহত করার জন্য রাজপথে ছিলাম। রহিম নেওয়াজকে পিটিয়েছি। তার দুই পায়ে আঘাত করেছি লাঠি দিয়ে।'

আহত রহিম নেওয়াজকে উদ্ধার করে রামেক হাসপাতালে নিয়ে যায় পরিবার ও দলের নেতাকর্মীরা। 

 

Comments

The Daily Star  | English

Chinmoy Das granted HC bail

The bench of Justice Md Atoar Rahman and Justice Md Ali Reza passed the order

17m ago