ঢাকা বিশ্ববিদ্যালয়

ছাত্রলীগের হামলায় নুরসহ আহত ১৫

ঢাবিতে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের (নীল শার্ট পরিহিত) ওপর হামলা। ছবি: ভিডিও থেকে নেওয়া

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ছাত্রলীগের হামলায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও গণঅধিকার পরিষদ নেতাকর্মীরা জানান, কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লাকে গ্রেপ্তারের প্রতিবাদে আজ বুধবার বিকেল পৌনে ৫টার দিকে ঢাবি ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে গণঅধিকার পরিষদ।

বিক্ষোভ মিছিলটি টিএসসি এলাকায় গেলে শহীদ সার্জেন্ট জহুরুল হক হল শাখা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ইমাম হোসেন জিহাদসহ ছাত্রলীগ নেতাকর্মীরা এতে হামলা চালায়। এসময় নুরসহ গণঅধিকার পরিষদের কয়েকজন নেতাকর্মী আহত হন।

তাৎক্ষণিক নুরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান গণঅধিকার পরিষদ নেতাকর্মীরা।

গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমাদের শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচিতে ছাত্রলীগ হামলা করেছে। এতে আমাদের অন্তত ১৫ নেতাকর্মী আহত হয়েছেন।'

তবে হামলার বিষয়টি অস্বীকার করে ঢাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত ডেইলি স্টারকে বলেন, 'ছাত্রলীগ এ হামলায় জড়িত নয়।'

তবে সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে বহিরাগতদের প্রতিহত করেছে বলে জানান তিনি। 

 

Comments

The Daily Star  | English

Is the US winning under Donald 'Tariff' Trump?

President Trump has now been president for almost 100 days.

4h ago