নয়াপল্টনে আজ দুপুরে বিএনপির সমাবেশ

রোববার থেকে ৪৮ ঘণ্টা হরতালের ডাক বিএনপির

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমানের বিরুদ্ধে দুর্নীতি মামলায় সাজা ঘোষণার প্রতিবাদে আজ শুক্রবার রাজধানীর নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি।

দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুপুর আড়াইটায় এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আয়োজিত এ সমাবেশে উপস্থিত থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দুদকের করা এক মামলায় বুধবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ৯ বছর ও তার স্ত্রী জোবাইদা রহমানকে ৩ বছরের কারাদণ্ড দেন আদালত।

এ রায়ের প্রতিবাদে তাৎক্ষণিকভাবে সেদিন বিক্ষোভ মিছিল করে বিএনপি।

পরে দেশের সব মহানগর ও জেলা শহরে বৃহস্পতিবার প্রতিবাদ সমাবেশের ঘোষণা দেয় ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল। আর শুক্রবার ঢাকায় প্রতিবাদ সমাবেশের ঘোষণা দেয় মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি।

সমাবেশে সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান।

বুধবার রায় ঘোষণার পর এক প্রেস ব্রিফিংয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, 'অবৈধ আওয়ামী সরকারের ফরমায়েশী রায়ের আরেকটি দৃষ্টান্ত স্থাপিত হলো। বিচার বিভাগের দলীয়করণের এটা আর একটি নিকৃষ্ট নজীর।'

অবৈধ উপায়ে ৪ কোটি ৮২ লাখ টাকার সম্পদ অর্জন এবং সম্পদ বিবরণীতে ২ কোটি ১৬ লাখ টাকার তথ্য গোপন করার অভিযোগে ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর দুদক কাফরুল থানায় তারেক, জোবাইদা ও জোবাইদার মা সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে মামলাটি করেছিল।

 

Comments

The Daily Star  | English
Not satisfied at all, Fakhrul says after meeting Yunus

Not satisfied at all, Fakhrul says after meeting Yunus

"The chief adviser said he wants to hold the election between December and June"

21m ago