রাজনৈতিক দলের নিবন্ধন পেল বিএনএম ও বিএসপি

বিএনএমের দলীয় প্রতীক নোঙর এবং বিএসপির প্রতীক একতারা বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ

রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) এবং বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইসি এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, কমিশন সর্বসম্মতিক্রমে এ দুটি দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

বিএনএমের দলীয় প্রতীক নোঙর এবং বিএসপির প্রতীক একতারা বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

নিবন্ধিত রাজনৈতিক দল ছাড়া কোনো দল দলীয় প্রতীকে নির্বাচনে অংশ নিতে পারে না। নিবন্ধনের জন্য এবার ৯৩টি দল আবেদন করেছিল। 

প্রাথমিক বাছাই শেষে গণঅধিকার পরিষদ, এবি পার্টিসহ ১২টি দলের মাঠ পর্যায়ের তথ্য যাচাইয়ের সিদ্ধান্ত নিয়েছিল নির্বাচন কমিশন। এই ১২টি দলের মধ্যে শেষ পর্যন্ত দুটি দলকে নিবন্ধন দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

Comments