শেখ হাসিনাকে নিয়ে অশালীন বক্তব্য দিলে ‘জিভ কেটে ফেলার’ নির্দেশ আ. লীগ নেতার

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কেউ 'অশালীন' বক্তব্য দিলে জিভ কেটে নদীতে ফেলে দিতে নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা।

আজ শনিবার বিকেলে শহরের দুই নম্বর গেট এলাকায় দলীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

খোকন সাহা বলেন, 'মাঝেমাঝে শহীদ মিনার এলাকায় হুট করে ওরা চলে আসে। নেত্রীর সম্পর্কে অশালীন বক্তব্য রাখে। নেত্রী শেখ হাসিনার সম্পর্কে, আওয়ামী লীগ সম্পর্কে, নেতা-কর্মীদের সম্পর্কে কেউ অশালীন বক্তব্য রাখলে বা কথা বললে সঙ্গে সঙ্গে অ্যাকশনে চলে যাবেন। ওদের জিভ কেটে শীতলক্ষ্যা ও বুড়িগঙ্গাতে ফেলে দেবেন। নেত্রী ও দলের প্রশ্নে কোনো আপস নেই।'

বিএনপির উদ্দেশে তিনি বলেন, 'বিএনপি নির্বাচন চায় না, তারা দেশে অরাজকতা সৃষ্টি করে তৃতীয় পক্ষকে ক্ষমতায় আনতে চায়। নাশকতা করলে, মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করলে এক ইঞ্চি ছাড় দেবো না। বাংলাদেশের কোথায় কী হবে জানি না, নারায়ণগঞ্জে আপনারা রক্ষা পাবেন না।'

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার ঘটনায় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খন্দকার মোশতাকের মরণোত্তর বিচার দাবি করেন আওয়ামী লীগের এই নেতা।

বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে 'ফিরে দেখা ১৯৭৫, নারায়ণগঞ্জ' নামে সংগঠনের আয়োজনে এই আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জিএম আরমান, সাংগঠনিক সম্পাদক মাহমুদা মালা, সাবেক সহসভাপতি রবিউল হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাফায়েত আলম সানি।

Comments

The Daily Star  | English

Yunus in Rome to attend Pope Francis’ funeral

Chief Adviser Prof Muhammad Yunus reached Rome yesterday to attend the funeral of Pope Francis.

6h ago