গণতন্ত্রের জন্য যারা মায়াকান্না কাঁদছে তাদের রাজনীতি ষড়যন্ত্রের: কাদের

ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের | ছবি: টেলিভিশন থেকে নেওয়া

গণতন্ত্রের জন্য আজকে যারা মায়াকান্না কাঁদছে, তাদের রাজনীতি ষড়যন্ত্রের বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আইভি রহমানের ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে বনানী কবরস্থানে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, 'বাংলাদেশের ইতিহাস কত নির্মম! সংসদে তৎকালীন প্রধানমন্ত্রী...যখন এই প্রসঙ্গটি (২১ আগস্ট গ্রেনেড হামলা) উঠছিল, তখন বেগম জিয়া বলেছিলেন, ওনাকে আবার কে মারতে যাবে! ওনি তো ভ্যানিটি ব্যাগে করে গ্রেনেড নিয়ে গিয়েছিলেন। এই উপহাসও করেছিলেন ২১ আগস্টের ঘটনার সময়। জজ মিয়া নাটক আরও নির্মম।'

তিনি বলেন, 'তারা আলামত নষ্ট করে দিয়েছিল। স্কটল্যান্ড ইয়ার্ড আসতে চেয়েছিল। তাদের আসার অনুমতি দেওয়া হয়নি। আজকে যে কোনো বিচারে এটা পঁচাত্তর থেকে শুরু হওয়া বঙ্গবন্ধু হত্যাকাণ্ড থেকে; হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতি।'

'গণতন্ত্রের জন্য আজকে যারা মায়াকান্না কাঁদছে, তাদের রাজনীতিটাই হচ্ছে ষড়যন্ত্র ও হত্যা। এটাই তাদের রাজনীতির মূল পরিকল্পনা,' বলেন ওবায়দুল কাদের।

Comments

The Daily Star  | English

Made with US cotton? Pay less at US customs

US customs will apply a tariff rate only to the non-American portion of a product's value

10h ago