সাম্প্রদায়িকতার বিষবৃক্ষ সমূলে উৎপাটন করা হবে: কাদের

সাম্প্রদায়িকতা এখনো আমাদের এই স্বাধীন দেশে অগ্রগতির পথে, স্বাধীন দেশে বিকাশের ধারায় অন্তরায় হয়ে আছে।
সাম্প্রদায়িকতার বিষবৃক্ষ
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের | ছবি: টেলিভিশন থেকে নেওয়া

সাম্প্রদায়িকতা এখনো আমাদের স্বাধীন দেশে অগ্রগতির পথে ও বিকাশের ধারায় অন্তরায় হয়ে আছে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাম্প্রদায়িকতার বিষবৃক্ষ সমূলে উৎপাটন করা হবে এমন অঙ্গীকার করেছেন।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে কবির সমাধিতে শ্রদ্ধা জানানোর পরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ অঙ্গীকার ব্যক্ত করেন।

ওবায়দুল কাদের বলেন, 'জাতীয় কবির এই দিনটিতে আমাদের আজকে এই অঙ্গীকার করতে হবে; কারণ জাতীয় কবির সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কবিতায়-গানে চেতনার যে বিস্ফোরণ ঘটিয়েছেন—সাম্প্রদায়িকতা এখনো আমাদের এই স্বাধীন দেশে অগ্রগতির পথে, স্বাধীন দেশে বিকাশের ধারায় অন্তরায় হয়ে আছে।'

'কাজেই আজকের দিনে আমরা বাংলাদেশ আওয়ামী লীগ, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে সাম্প্রদায়িকতার বিষবৃক্ষকে সমূলে উৎপাটিত করব, এই শপথ করি এবং যারা সত্যিকারের বাঙালি তাদের কাছেও আমরা এই চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানাই,' বলেন কাদের।

তিনি আরও বলেন, 'নজরুল চির দিনই আমাদের জন্য প্রাসঙ্গিক। তিনি আগেও প্রাসঙ্গিক ছিলেন, এখনো তিনি বাঙালি জীবনে খুবই প্রাসঙ্গিক। আমাদের সংকটে, আমাদের সংগ্রামে, আমাদের মুক্তিযুদ্ধে তিনি অফুরান এক প্রেরণার উৎস। চির দিন তিনি বাঙালির হৃদয়ে বেঁচে থাকবেন।'

ভারতের বিজেপি এবং আরএসএস নজরুলের সৃষ্টি সম্ভার স্বতন্ত্র ভাষায় প্রকাশ করে ছড়িয়ে দেওয়ার প্রয়াস নিয়েছে। সেখানে তাকে একজন সাম্প্রদায়িক কবি হিসেবে চিহ্নিত করার প্রয়াস দেখা যাচ্ছে। সেখানে কিছু করার আছে কি না গণামাধ্যমকর্মীদের এমন প্রশ্নের জবাবে কাদের বলেন, 'আমরা বাইরে যা দেখছি, সেটা নিয়েই ভাববো। ভেতরের এই গূঢ় রহস্য সেটার উদঘাটন আমাদের দায়িত্ব নয়। কে কী করে, যেটা দৃশ্যমান—সেটা নিয়ে আমরা ভাববো। সেখানে গূঢ় কোনো রহস্য আছে কি না সেটা আমাদের জানার দরকার নেই।'

Comments

The Daily Star  | English

Road Surface Melting: Bargain bitumen failing to bear extreme heat

As the country is baking in heatwave, road surfaces in several districts have melted due to what experts say is the use of bitumen that cannot withstand this extreme heat.

3h ago