কুমিল্লায় বিএনপির সভায় গুলি: আওয়ামী লীগের ৫০ জনের নামে আদালতে মামলা

কুমিল্লার লালমাইতে বিএনপির সভায় হামলা ও গুলি চালানোর ঘটনায় দক্ষিণ জেলা যুবলীগের আহ্বায়ক ও উপজেলা চেয়ারম্যান কামরুল হাসান শাহীনসহ স্থানীয় আওয়ামী লীগের ৫০ জন নেতাকর্মীর নামে মামলা হয়েছে।
কুমিল্লার লালমাই উপজেলায় বিএনপির সভাস্থলে হামলার সময় মঞ্চ ও চেয়ার ভাঙচুর করা হয়। ছবি: সংগৃহীত

কুমিল্লার লালমাইতে বিএনপির সভায় হামলা ও গুলি চালানোর ঘটনায় দক্ষিণ জেলা যুবলীগের আহ্বায়ক ও উপজেলা চেয়ারম্যান কামরুল হাসান শাহীনসহ স্থানীয় আওয়ামী লীগের ৫০ জন নেতাকর্মীর নামে মামলা হয়েছে।

বেলঘর উত্তর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মফিজুল ইসলাম খন্দকার বাদী হয়ে কুমিল্লা আদালতে এই মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা আরও ২০ জনকে আসামি করা হয়েছে।

গত ২৬ আগস্ট লালমাইয়ের বেলঘর উত্তর ইউনিয়নের উন্দানিয়া গ্রামে উপজেলা বিএনপির বর্ধিত সভায় হামলা হয়। এ সময় গুলিবিদ্ধসহ অন্তত ১৫ জন আহত হন। বিএনপির পক্ষ থেকে বলা হয়, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এই হামলায় জড়িত।

বাদীপক্ষের উকিল আব্দুল্লাহ আল হাসান দ্য ডেইলি স্টারকে জানান, আজ বুধবার কুমিল্লার ৯ নং আমলী আদালত সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে মামলা দায়ের করা হয়।

বিচারক শারমিন রিমা মামলাটি তদন্তের জন্য কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের কাছে পাঠিয়েছেন।

মামলার বাদী ও স্থানীয় বিএনপি নেতা মফিজুল ইসলামসহ বিএনপির নেতাকর্মীদের অভিযোগ, পূর্ব ঘোষিত প্রতিনিধি সভায় ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা কামরুল হাসান শাহীনের নেতৃত্বে গুলি বর্ষণ ও ভাঙচুর করেন।

তবে লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হানিফের দাবি, সেখানে কোনো সংঘর্ষ বা গোলাগুলির ঘটনা ঘটেনি। ইটের আঘাতে দুজন আহত হয়েছেন।

আর অভিযুক্ত শাহীনের দাবি, সেদিন আওয়ামী লীগের মিছিলে বিএনপির নেতাকর্মীদের হামলায় ছাত্রলীগ ও যুবলীগের দশ জন আহত হন।

 

Comments