গাইবান্ধায় বিএনপির মিছিলে পুলিশের হামলার অভিযোগ, আহত ২০ নেতাকর্মী

‘আমাদের ৪-৫ জন নেতাকর্মীকে আটকও করেছে পুলিশ’
বিএনপির মিছিল ছত্রভঙ্গ করতে রাবার বুলেট ও টিয়ারশেল ছোড়ে পুলিশ। ছবি: সংগৃহীত

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধা বিএনপির আনন্দ র‌্যালিতে পুলিশের হামলার অভিযোগ করেছে দলটি।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন নবী টিটুল দ্য ডেইলি স্টারকে বলেন, 'শুক্রবার বিকেলে গাইবান্ধা শহরের স্টেশন রোড হয়ে পার্ক রোড এলাকায় বিকেল সাড়ে ৫টায় পৌঁছে আমাদের প্রতিষ্ঠা বার্ষিকীর আনন্দ র‌্যালি। আমাদের মিছিল অনেক বড় হওয়ায় পিছনে একটি দল বিচ্ছিন্ন হয়ে যায়। তারা মূল মিছিলে যোগ দেওয়ার জন্য চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয় এবং লাঠিচার্জ করে।'

তিনি আরও বলেন, 'পরে বিনা উস্কানিতে পুলিশ আমাদের লক্ষ্য করে রাবার বুলেট ও টিয়ারশেল ছোড়ে। এতে আমাদের ২০ থেকে ২৫ নেতাকর্মী আহত হয়েছেন। পুলিশের ভয়ে তারা বিভিন্ন জায়গায় পালিয়ে চিকিৎসা নিচ্ছেন।'

'আমাদের ৪-৫ জন নেতাকর্মীকে আটকও করেছে পুলিশ,' যোগ করেন তিনি।

জানতে চাইলে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা অভিযোগ অস্বীকার করে বলেন, 'বিএনপির লোকজন মিছিল নিয়ে যাওয়ার সময় পার্ক রোডের কাছে দোকান-পাট ভাঙচুর করে। তাদের ছত্রভঙ্গ করার জন্য রাবার বুলেট এবং ৬ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করা হয়। এ ঘটনায় বিএনপির ৩ জনকে আটক করেছি।'

 

Comments