ঢাকায় দেড় কিলোমিটারের মধ্যে আ. লীগ-বিএনপির পাল্টাপাল্টি সমাবেশ কাল

শুক্রবার বিকেল ৩টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আওয়ামী লীগের এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

আবারও পাল্টাপাল্টি কর্মসূচি নিয়ে আগামীকাল শুক্রবার ঢাকায় মাঠে নামছে দুই প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি। শুক্রবার নয়াপল্টনে সমাবেশের ডাক দিয়েছে বিএনপি। অপর দিকে সন্ত্রাস, নৈরাজ্যের প্রতিবাদে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে শান্তি ও উন্নয়ন সমাবেশ করবে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।

শুক্রবার বিকেল ৩টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আওয়ামী লীগের এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

আজ বৃহস্পতিবার সকালে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. রিয়াজ উদ্দিন রিয়াজ এক সংবাদ বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেন।

শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মুন্নাফীর সভাপতিত্বে সমাবেশে সঞ্চালনা করবেন সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির। সমাবেশে দলের কেন্দ্রীয় নেতারা অংশ নেবেন বলেও জানান তিনি।

এর আগে 'বিএনপি গণগ্রেপ্তার, নেতাকর্মীদের নির্যাতন, দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে শুক্রবার সমাবেশের ডাক দেয় বিএনপি। সমাবেশে প্রধান অতিথি হিসেবে থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Comments

The Daily Star  | English

Jashore records year's highest temperature at 43.8°C

The year's highest temperature of 43.8 degrees Celsius was recorded in the southwestern district of Jashore this afternoon

1h ago