আওয়ামী লীগের ‘মাস্টার ট্রেইনার’ প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন
এবারের জাতীয় নির্বাচনে শেখ হাসিনার উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনার বার্তা ভোটারদের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে আওয়ামী লীগ। এই উদ্যোগের আওতায় ঘরে ঘরে গিয়ে প্রত্যেক ভোটারের কাছে ভোট চাওয়া হবে।
এর জন্য প্রতিটি এলাকার জন্য একজন করে ক্যাম্পেইনার মনোনীত করা হবে। ক্যাম্পেইনারদেরকে প্রশিক্ষণ দেবেন উপজেলা পর্যায়ের প্রশিক্ষকরা। এবং উপজেলা পর্যায়ের এই প্রশিক্ষকদের প্রশিক্ষণ দেওয়ার জন্য আওয়ামী লীগ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মাধ্যমে একটি মাস্টার ট্রেইনার গ্রুপ তৈরি করছে। তারা উপজেলা পর্যায়ে গিয়ে প্রশিক্ষকদের প্রশিক্ষণ দেবেন।
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক আনুষ্ঠানিকভাবে আজ এই কার্যক্রম উদ্বোধন করেছেন। আজ ১০০ শিক্ষকের প্রথম ব্যাচের প্রশিক্ষণ শুরু হয়েছে।
অনুষ্ঠানের সভাপতি ও প্রধান বক্তা ছিলেন দলের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী কবির বিন আনোয়ার। আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন, অফলাইন ক্যাম্পেইনের ফোকাল পয়েন্ট সুফি ফারুক ইবনে আবুবকর এবং সহকারী ফোকাল পয়েন্ট সৈয়দ ইমাম বাকের।
Comments