ঢাকা মহানগর দক্ষিণ আ. লীগ নেতা রিয়াজকে দলীয় কার্যক্রম থেকে অব্যাহতি

‘পাশাপাশি তাকে ১৫ দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।’
মোহাম্মদ রিয়াজ উদ্দিন। ছবি: সংগৃহীত

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোহাম্মদ রিয়াজ উদ্দিনকে দলের সব কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সংগঠনের শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডের কারণে তাকে দলের সব কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

'পাশাপাশি তাকে ১৫ দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে', যোগ করেন তিনি।

শের-ই-বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি রিয়াজের বিরুদ্ধে যৌন হয়রানি ও আর্থিক অসদাচরণের অভিযোগ ওঠার পর তার বিরুদ্ধে ঘোষণা আসে।

গত ১৫ সেপ্টেম্বর ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের দেওয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়, রিয়াজ স্কুলের পরিচালনা পর্ষদ পদ থেকে পদত্যাগ করেছেন।

অবশিষ্ট মেয়াদে অতিরিক্ত জেলা প্রশাসককে (শিক্ষা ও আইসিটি) ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
 

Comments