কেরানীগঞ্জে বিএনপির সমাবেশ চলছে

কেরানীগঞ্জে বিএনপির সমাবেশ চলছে। ছবি: সাজ্জাদ হোসেন/স্টার

নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে কেরানীগঞ্জের জিঞ্জিরায় দলীয় কার্যালয়ে বিএনপির সমাবেশ শুরু হয়েছে।

পূর্ব ঘোষণা অনুযায়ী আজ মঙ্গলবার বিকেল ৩টায় সমাবেশ শুরু হয়।

সমাবেশে অংশ নিতে আজ দুপুর থেকেই সমাবেশস্থলে আসতে শুরু করেন বিএনপির নেতাকর্মীরা।

ঘটনাস্থল থেকে দ্য ডেইলি স্টারের সংবাদদাতা জানান, দলীয় কার্যালয়ের সামনে শত শত দলীয় নেতাকর্মী স্লোগান দিচ্ছিলেন।

বিভিন্ন ওয়ার্ড থেকে আসা মিছিলে নেতাকর্মীরা টুপি পরে, প্ল্যাকার্ড ও পোস্টার নিয়ে এবং সরকারবিরোধী স্লোগান দিয়ে সমাবেশস্থলে আসেন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম।

সমাবেশে সভাপতিত্ব করছেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক।

Comments

The Daily Star  | English

Jamaat welcomes polls timeline, criticises Yunus for skipping dialogue before announcement

Expected chief adviser to hold discussions with parties regarding announcing the election timeline, it says

3h ago