‘খালেদা জিয়াকে জনগণ যেভাবেই হোক মুক্ত করে চিকিৎসার জন্য বিদেশে পাঠাবে’

বেগম সেলিমা রহমান | ছবি: আকলাকুর রহমান আকাশ/স্টার

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জনগণ যেভাবেই হোক মুক্ত করে চিকিৎসার জন্য বিদেশে পাঠাবে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান।

সরকার পতনের একদফা দাবিতে আজ বৃহস্পতিবার সাভারের আমিনবাজার এলাকায় মিরপুর মফিদ ই আম স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।

ঢাকা জেলা বিএনপি এই সমাবেশের আয়োজন করে।

সেলিমা রহমান বলেন, 'দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো প্রয়োজন কিন্তু তারা (সরকার) পাঠাতে দিচ্ছে না। বাংলাদেশের জনগণ আল্টিমেটাম দিয়েছে; দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা অবশ্যই মুক্তি করে যেভাবেই হোক বিদেশে প্রেরণ করবো। জনগণকে সঙ্গে নিয়ে আমরা আন্দোলন গড়ে তুলে ঐক্যবদ্ধভাবে দাবি আদায় করব।'

তিনি বলেন, 'আজকের এই জনসভায় যেদিকে তাকাই লোকে লোকারণ্য। জনগণ নিয়ে একত্রিত হয়েছি। বাংলাদেশর গণতন্ত্রকামী যত শক্তি আছে সবাই আজ একত্রিত হয়েছে, একটি মাত্র লক্ষ্য—এই সরকারের পদত্যাগ৷'

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, 'বিএনপি লড়াই করছে জণগণের মৌলিক অধিকারের জন্য, ভোটের অধিকারের জন্য, মানুষকে বাঁচিয়ে রাখার জন্য।'

গত এক বছরে বিএনপির ২২ জনকে হত্যা করা হয়েছে উল্লেখ করে সেলিমা রহমান বলেন, 'আজকে আমরা প্রতিজ্ঞা করছি, এখন থেকে জনগণ যা বলবে সরকারকে সেটিই মানতে হবে। আমরা জানি, আমরা সঠিক পথে আছি৷ এই সরকারকে ক্ষমতায় থাকার আর সুযোগ আমরা দিতে পারি না।'

Comments

The Daily Star  | English
Prof Yunus in Time magazine's 100 list 2025

Time’s List: Yunus among 100 most influential people

Chief Adviser Prof Muhammad Yunus has been named among TIME magazine’s 100 Most Influential People of 2025.

1h ago