যেখানে শেখ হাসিনা আছেন, সেখানে পেশি শক্তি টিকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ফেনীর ছাগলনাইয়ায় ১৪ দলের জনসভায় বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, যেখানে শেখ হাসিনা আছেন সেখানে কোনো পেশি শক্তি টিকবে না।

আজ রোববার বিকেলে ফেনীর ছাগলনাইয়ায় ১৪ দলের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

জনসভায় তিনি বলেন, 'বিশ্বব্যাপী কোভিড এবং ইউক্রেন যুদ্ধের প্রভাব না পড়লে এখন বাংলাদেশের মাথাপিছু আয় হতো ৩ হাজার ডলারের বেশি। গত ১৫ বছরে দেশ অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে, দেশের মানুষের গড় আয়ু অনেক বেড়েছে। আগামী ২০৩০ সালের মধ্যে দেশে শিক্ষার হার শতভাগে পৌঁছে যাবে।'

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'এ দেশের মানুষ দেশকে আবার অন্ধকারের দিকে নিয়ে যাবে না।'

বিদেশিদের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, 'দেশ পরিচালনায় আমাদের অনেকেই বাইরে থেকে ছবক দিচ্ছেন। অথচ তাদের নিজের দেশের খবর নেই। যেখানে শেখ হাসিনা আছে, সেখানে কোন পেশি শক্তি টিকবে না।'

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান আরও বলেন, 'দেশের মানুষের ভাগ্য উন্নয়নে শেখ হাসিনার কোনো বিকল্প হয় না। শেখ হাসিনার বিকল্প শুধুই শেখ হাসিনা, নৌকার বিকল্প শুধুই নৌকা।'

জনসভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে প্রধানমন্ত্রী ভয়েস অব আমেরিকার সাক্ষাৎকারে বলেছেন। এরপর আমাদের আর কিছু বলার নেই। তবে তাকে চিকিৎসার জন্য বিদেশে যেতে হলে আইনের মাধ্যমে যেতে হবে।'

ফেনী-১ আসনের সংসদ সদস্য ও জাসদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শিরীন আখতারের সভাপতিত্বে জনসভায় প্রধান বক্তা ছিলেন জাসদের কেন্দ্রীয় সভাপতি হাসানুল হক ইনু। 

ছাগলনাইয়া উপজেলা শহরের শহীদ মিনার চত্বরে আয়োজিত জনসভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল প্রমুখ।

Comments

The Daily Star  | English

26 killed in Pakistan, 12 in India

India says 'targeted attacks', Pakistan says civilians hit, vows response

12h ago