নির্বাচনী সরকারের প্রধানমন্ত্রী হবেন শেখ হাসিনা: ওবায়দুল কাদের

বুধবার বিকেলে রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। স্টার ফাইল ফটো

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনী সরকারের প্রধানমন্ত্রী থাকবেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হয়ে তিনি আবারও দেশের প্রধানমন্ত্রী হবেন।

আজ বুধবার বিকেলে রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে তিনি এ কথা বলেন।

এ সময় ওবায়দুল কাদের বলেন, 'মির্জা ফখরুল মালপানি ভালোই কামিয়েছে, পকেট গরম, উনার কথাও গরম। আমাদের ভয় দেখান। মির্জা ফখরুল আন্দোলন করছে। আমাদের বার্তা দিচ্ছে, দিনক্ষণ বলে দিচ্ছে, কবে ক্ষমতা ছেড়ে দিতে হবে। আমি ফখরুল সাহেবকে বলে দিতে চাই, আজ নয় কাল এভাবে না। আমাদের বলেন কখন আমাদের শেষবার্তা। কে আপনি বার্তা দেওয়ার?'

'আমিও বার্তা দিয়ে দিচ্ছি, শেষবার্তা। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা নির্বাচনী সরকারের প্রধানমন্ত্রী থাকবেন। নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হয়ে তিনি আবারও প্রধানমন্ত্রী হবেন। এটাই আমাদের বার্তা,' বলেন তিনি।

তিনি বলেন, 'শেখ হাসিনা পদত্যাগ করবে? কার কাছে করবে? কোন দোষে? বাংলাদেশে ম্যাজিক লিডার শেখ হাসিনা। এয়ারপোর্ট থেকে ফার্মগেট ৮ মিনিটে। ৮ মিনিটে পদ্মা সেতু এপারে ওপারে। আগে তো আড়াই ঘণ্টায় যাওয়া যেত না।'

'অপেক্ষা করুন, আগামী মাসে আগারগাঁও থেকে মেট্রোরেল মতিঝিল পৌঁছাবে। বঙ্গবন্ধু টানেল উদ্বোধন হবে চট্টগ্রামে,' যোগ করেন তিনি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, 'বিএনপির বিরুদ্ধে ভোটচুরির বিরুদ্ধে দুর্নীতি লুটপাট হাওয়া ভবন জঙ্গিবাদের বিরুদ্ধে খেলা হবে। এদের হাতে রক্তের ধারা। ১৫ আগস্টের রক্ত। শিশু রাসেলের রক্ত। জাতীয় চার নেতার রক্ত। এরা বঙ্গবন্ধুকন্যাকে হত্যা করতে চেয়েছিল। ২১ আগস্টের রক্ত, শত সহস্র আর্তনাদ, বাংলার বাতাসকে ভারী করেছে। ক্ষমতা আমরা ফিরিয়ে দিতে পারি না।'

তিনি আরও বলেন, 'কোয়ার্টার ফাইনাল খেলা হবে। তত্ত্বাবধায়ক মরে গেছে, আজিমপুর গোরস্তানে শুয়ে আছে চিরনিদ্রায়। ওটা আর ফিরে আসবে না। ২০০১ সালের তত্ত্বাবধায়ক আর আসবে? এটা কি সফল হবে?'

তিনি বলেন, 'ফখরুল বলে পশ্চিমারা নাকি উৎসাহ দিচ্ছে। ফখরুল সাহেব দুনিয়ার অবস্থা ভালো না। যাদের কথা বলছেন তাদের ঘর সামলানোই কঠিন হয়ে পড়েছে। যাদের কথা বলছেন তাদের চারপাশে অশান্তির আগুন। আগুন সামলাতে পারছে না। তারা ঘর সামলাবে নাকি, এখানে এসে আপনাদের উৎসাহ দেবে? উৎসাহ দেওয়ার দিন চলে গেছে। খেলা হবে জিততে হবে।'

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, 'এ স্পিরিট যেন থাকে। আওয়ামী লীগের স্পিরিট থাকে বিরোধী দলে। এখন তো দেখসি সরকারি দলেই স্পিরিট আছে। তারা অবরোধ করবে, আপনারা পাল্টা অবরোধ দেবেন। দাঁড়াতে দেব না। শান্তিপূর্ণ নিরপেক্ষ অবাধ নির্বাচন করতে হবে। যারা বাধা দেবে তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা। বাধা যারা দিচ্ছে বন্ধুরা কী ব্যবস্থা নেয় দেখব।' 

'নৌকা ছাড়া উপায় নাই। বাংলাদেশে শান্তি চাইলে নৌকা। মুক্তিযুদ্ধ চাইলে নৌকা। নৌকা ছাড়া গণতন্ত্র থাকবে না। গণতন্ত্র চাইলে নৌকায় ভোট দিতে হবে,' বলেন তিনি। 

ওবায়দুল কাদের আরও বলেন, 'জিনিসপত্রের দাম সারা দুনিয়ায় বৃদ্ধি পাচ্ছে। দাম বাড়াচ্ছে বড় বড় শক্তি। তাতেই আজকের মূল্যবৃদ্ধি। আইএমএফ ডিরেক্টর বলছে, অর্থনীতি সঠিকভাবে এগুচ্ছে। আস্তে আস্তে ইনফ্লেশন কমে যাচ্ছে। বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল। ধৈর্য ধরতে হবে। আগামীকাল ১৫০ সেতু উদ্বোধন। শেখ হাসিনা থাকলে মুক্তিযুদ্ধ থাকবে। মানুষ অন্তত সারা বাংলায় বিদ্যুৎ পাবে। আরও পাবে।'

Comments