খালেদা জিয়ার ‘লিভার ইন্টারভেনশন’ করলেন মার্কিন বিশেষজ্ঞ চিকিৎসক দল

ইন্টারভেনশনের ফলে খালেদা জিয়ার লিভারসিরোসিসে কিছুটা উপশম হবে।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার লিভার ইন্টারভেনশন করেছেন মার্কিন বিশেষজ্ঞ চিকিৎসক দল।

খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের এক সদস্য দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ইন্টারভেনশনের ফলে খালেদা জিয়ার লিভারসিরোসিসে কিছুটা উপশম হবে।

তিনি বলেন, 'মার্কিন বিশেষজ্ঞ চিকিৎসক দল লিভারসিরোসিসে আক্রান্ত খালেদা জিয়ার ট্রান্সজাগুলার ইন্ট্রাহেপ্যাটিক পোর্টোসিস্টেমিক শান্ট (টিআইপিএস) প্রক্রিয়া সম্পন্ন করেছেন। তারা বিকেল ৫টা ৩৭ মিনিটে চিকিৎসা শুরু করেন এবং ৭টা ৩৭ মিনিটে এ প্রক্রিয়া শেষ হয়।'

মেডিকেল বোর্ড জানায়, খালেদা জিয়া লিভারের জটিলতা ছাড়াও দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, কিডনি সমস্যা, হৃদরোগসহ একাধিক স্বাস্থ্য জটিলতায় ভুগছেন।

দেশের বাইরে খালেদা জিয়ার চিকিৎসার অনুমতি না পাওয়ায়, গতকাল বুধবার রাতে মার্কিন চিকিৎসক জেমস পিটার অ্যাডাম হ্যামিল্টন, হামিদ আহমেদ আবদুর রব ও ক্রিস্টোস জর্জিয়াডেস বাংলাদেশে আসেন।

খালেদা জিয়া লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, হার্ট ও চোখের সমস্যাসহ নানা রোগে ভুগছেন। গত ৯ আগস্ট থেকে হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি।

কারাদণ্ড পাওয়া বিএনপি চেয়ারপারসনকে ২০২০ সালে শর্তসাপেক্ষে মুক্তি দেওয়া হয়। এরপর থেকে তিনি হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বাধীন মেডিকেল বোর্ডের অধীনে চিকিৎসা নিচ্ছেন।

Comments