সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আ. লীগের ‘শান্তি ও উন্নয়ন’ সমাবেশ শুরু

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সমাবেশস্থলে আওয়ামী লীগের নেতাকর্মীরা। ছবি: সংগৃহীত

সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে 'শান্তি ও উন্নয়ন' সমাবেশ শুরু করেছে ঢাকা উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ।

আজ শনিবার সকাল ১১টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে নির্মিত অস্থায়ী মঞ্চে এই সমাবেশ শুরু হয়।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, দুপুরের দিকে সমাবেশের মূল কর্মসূচি শুরু হবে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সমাবেশস্থলে আওয়ামী লীগের নেতাকর্মীরা। ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিলের উপস্থাপনায় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করেন সংগীতশিল্পী লিপি সরকার।

এই মুহূর্তে মঞ্চে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, মির্জা আজম, এসএম কামাল হোসেন, পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীমসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের শীর্ষ নেতারা রয়েছেন।

সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, শহীদ মিনার, হাইকোর্ট মোড়, শাহবাগ মোড়, কদম ফোয়ারা, পল্টন, গুলিস্তানসহ ঢাকার আশপাশের বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা সমাবেশস্থলের দিকে আসতে শুরু করেন।

সকাল ১১টার দিকে বিভিন্ন রঙের টুপি পরিহিত নেতাকর্মীদের মঞ্চের চারপাশে জড়ো হতে দেখা যায়। রোদের কারণে সামনের জায়গা ফাঁকা রেখে মঞ্চের চারপাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায় তাদের।

সমাবেশ মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান। ছবি: সংগৃহীত

বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আয়োজিত এই 'শান্তি ও উন্নয়ন' সমাবেশের সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

প্রায় দেড় কিলোমিটার দূরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হয়েছেন তাদের নেতাকর্মীরা।

উভয় দলকেই ২০ শর্তে সমাবেশ করার অনুমতি দিয়েছে পুলিশ।

Comments