জামায়েতের সঙ্গে আলোচনা হয়েছে, এখন পর্যন্ত তারা বিশৃঙ্খলা করেনি: ডিবি প্রধান

কাকরাইল এলাকা জুড়ে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ সম্পর্কে তিনি বলেন, ‘পুরো এলাকা আমাদের নিয়ন্ত্রণেই আছে। পুলিশ তাদের কাজ করছে। কাকরাইল মোড় এলাকায় যারা হামলা করেছিল তারা এখান থেকে সরে গেছে।’
কাকরাইল এলাকায় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের পর সেখানে উপস্থিত হন ডিবি প্রধান হারুন। ছবি: মামুনুর রশীদ/স্টার

রাজধানীর মতিঝিল এলাকায় সমাবেশের জন্য সমবেত হওয়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা এখন পর্যন্ত কোনো বিশৃঙ্খলা করেননি বলে জানিয়েছেন ডিবি প্রধান হারুন-অর-রশিদ।

বাংলাদেশ জামায়াতে ইসলামী মতিঝিল শাপলা চত্বর এলাকায় সমাবেশের জন্য উপস্থিত হয়েছে। অনুমতি না পেলেও সমাবেশের জন্য তাদের জড়ো হওয়ার বিষয়ে ডিবি প্রধান বলেন, 'জামায়েতের সঙ্গে পরবর্তীতে যে আলোচনা হয়েছে, সমাবেশে বক্তব্য রেখে তারা চলে যাবে। এ পর্যন্তই আমি জানি। তারা এখন পর্যন্ত কোনো বিশৃঙ্খলা করেনি।'

কাকরাইল এলাকায় পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের বিষয়ে আজ শনিবার গণমাধ্যমকে তিনি বলেন, 'অনুমতি নিয়ে তারা আগেও সমাবেশ করেছেন। কিন্তু, আজকে কেন তারা এমন বেপরোয়া হয়ে গেলেন!'

তিনি বলেন, 'তারা প্রধান বিচারপতির বাড়ির গেটে হামলা করেছেন, বিচারপতিদের বাসভবনের গেটে হামলা করেছেন, আইডিবি ভবনের সামনে অনেকগুলো গাড়িতে আগুণ দিয়েছেন, পুলিশের ওপর ককটেল নিক্ষেপ করেছেন, ঢিল ছুড়েছেন। অনেক পুলিশ আহত হয়েছে।'

হামলাকারীদের সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, 'কারা হামলা করেছে জানি না। তবে, আমাদের কাছে সব রেকর্ড আছে, সিসিটিভি ফুটেজ আছে। এসব তথ্য বিশ্লেষণ করে যারা এই হামলা করছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'

কাকরাইল এলাকা জুড়ে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ সম্পর্কে তিনি বলেন, 'পুরো এলাকা আমাদের নিয়ন্ত্রণেই আছে। পুলিশ তাদের কাজ করছে। কাকরাইল মোড় এলাকায় যারা হামলা করেছিল তারা এখান থেকে সরে গেছে।'

Comments