রাজনীতি

খুলনা: চলছে বাস, যাত্রী কম

হরতালকে কেন্দ্র করে যেকোনো ধরনের নাশকতা ও সহিংসতা এড়াতে নগরীতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
খুলনায় বাস চললেও তেমন যাত্রী দেখা যায়নি। ছবি: হাবিবুর রহমান/স্টার

বিএনপির ডাকা হরতালে খুলনার সড়ক-মহাসড়কে তেমন কোনো প্রতিবন্ধকতা না থাকায় অভ্যন্তরীণ রুটে ও মহানগরীতে যান চলাচল প্রায় স্বাভাবিক আছে।

হরতালকে কেন্দ্র করে যেকোনো ধরনের নাশকতা ও সহিংসতা এড়াতে নগরীতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, আজ রোববার সকালে খুলনা নগরীর দৌলতপুর, নতুন রাস্তা, বয়রা বাজার, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, শিববাড়ি মোড়, ডাকবাংলা এলাকায় অটোরিকশা, ইজিবাইক চলাচল স্বাভাবিক আছে।

শহরের কোথাও বিএনপি বা জামায়াতের নেতাকর্মীদের জড়ো হতে দেখা যায়নি।

সকাল ৯টার দিকে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড গিয়ে দেখা যায়, খুলনা থেকে ১৮টি রুটে গাড়ি চলাচল করছে। তবে সেসব বাসে যাত্রী একেবারেই কম।

খুলনা বাস-মিনিবাস কোচ মালিক সমিতির যুগ্ম-আহ্বায়ক আনোয়ার হোসেন সোনা দ্য ডেইলি স্টারকে বলেন, 'খুলনায় কোনো হরতাল পালিত হচ্ছে না। আমরা সব গণপরিবহণ চালু রেখেছি।'

হরতালের বিষয়ে জানতে খুলনা বিএনপির একাধিক নেতাদের ফোন করলেও কেউ রিসিভ করেননি। 

শহরের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানতে চাইলে পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার মোহাম্মদ তাজুল ইসলাম ডেইলি স্টারকে বলেন, 'শহরের কোথাও কোনো সহিংসতার ঘটনা ঘটেনি। আর কোথাও হরতালের নামে জনগণের ভোগান্তি সৃষ্টি করা হলে তা প্রতিহত করা হবে।'

Comments