মোহাম্মদপুরে বাসে আগুন, ধাওয়া খেয়ে পালাতে গিয়ে নিহত ১

রাজধানীর মোহাম্মদপুরে বাসে আগুন দেওয়ার ঘটনার পর সেখান থেকে ধাওয়া খেয়ে পাশের নির্মাণাধীন ভবনে উঠেছিলেন এক ব্যক্তি। সেখান থেকে পড়ে তিনি মারা গেছেন।
বিএনপি ও জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতালের মধ্যে আজ সকাল সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে। ঢাকা মহানগর বিএনপির নেতাদের দাবি, নিহত মো. আব্দুর রশিদ ৩০ নম্বর ওয়ার্ড শাখা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ছিলেন।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকাল ১০টা ২০ মিনিটের দিকে মোহাম্মদপুর টাউনহলের সামনে অজ্ঞাত একদল ব্যক্তি পরিস্থান পরিবহনের একটি বাসে আগুন দেন।
মোহাম্মদপুর ফায়ার স্টেশনের পরিদর্শক আশরাফুল ইসলাম বলেন, সৌভাগ্যবশত এই ঘটনায় কেউ হতাহত হননি।
ঘটনাস্থলের পাশের একটি পাবলিক টয়লেটের ম্যানেজার দ্য ডেইলি স্টারকে বলেন, বাসে আগুন দেওয়ার ঘটনার কিছুক্ষণের মধ্যেই লাঠি হাতে ১০-১২ জন মিলে একজনকে ধাওয়া করতে দেখা যায়। তাদের হাত থেকে বাঁচতে ওই ব্যক্তি একটি নির্মাণাধীন ভবনে উঠে যান। ওই ভবনের ছাদ থেকে পড়ে মারা যান তিনি।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায় নির্মাণাধীন সাত তলা ভবনটি বাইরে থেকে তালা দেওয়া।
ঢাকা উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক বলেন, হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল থেকে ফিরে যাওয়ার সময় আব্দুর রশিদের ওপর হামলা করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। তারা তাকে পিটিয়ে নির্মাণাধীন ভবনটির ছাদ থেকে ফেলে দেন।
মোহাম্মদপুর থানার ওসি মাহফুজুল হক ভুঁইয়া বলেন, বাসে আগুন দেওয়ায় ওই ব্যক্তিকে স্থানীয়রা ধাওয়া করেছিলেন। নির্মাণাধীন একটি ভবনের ছাদ থেকে আরেকটি ভবনের ছাদে লাফ দিয়ে পালানোর চেষ্টা করেছিলেন তিনি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
Comments