২ নেতার মৃত্যু: বুধবার কিশোরগঞ্জে আধাবেলা হরতাল ডেকেছে বিএনপি

বিএনপির অবরোধ

কিশোরগঞ্জ জেলাজুড়ে আগামীকাল বুধবার আধাবেলা হরতাল ডেকেছে বিএনপি।

জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক মো. শহীদুল্লাহ কায়সার শহীদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিএনপির টানা ৩ দিনের অবরোধ কর্মসূচির প্রথম দিনে জেলার কুলিয়ারচর উপজেলার ছয়সূতি বাসস্ট্যান্ড এলাকায় পুলিশের গুলিতে কৃষক দল ও ছাত্রদলের দুই নেতার মৃত্যুর প্রতিবাদে এ হরতাল আহ্বান করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এতে বলা হয়েছে, বিএনপির ৭২ ঘণ্টা শান্তিপূর্ণ অবরোধে পুলিশ বিনা কারণে নেতাকর্মীদের ওপর হামলা চালায়। এতে ছাত্রদল নেতা রেফায়েত উল্লাহ ও ছয়সূতি ইউনিয়ন কৃষক দল সভাপতি বিল্লাল মিয়া নিহত হন। আহত হন অন্তত দুই শতাধিক নেতাকর্মী। এ ঘটনার প্রতিবাদে বুধবার সকাল ৬টা থেকে বেলা ২টা পর্যন্ত আধাবেলা হরতাল ডাকা হয়েছে।

Comments

The Daily Star  | English

Yunus in Rome to attend Pope Francis’ funeral

Chief Adviser Prof Muhammad Yunus reached Rome yesterday to attend the funeral of Pope Francis.

1h ago