টঙ্গীতে বিএনপির ৭৮ নেতাকর্মীর নামে মামলা, গ্রেপ্তার ৬

মোটরসাইকেলে আগুন দেওয়ার অভিযোগে বিএনপির ৭৮ নেতাকর্মীর নাম ও ৫০ জনকে অজ্ঞাত উল্লেখ করে মামলা করেছে গাজীপুর জেলার টঙ্গী পশ্চিম থানা পুলিশ।
গতকাল মঙ্গলবার রাতে টঙ্গী পশ্চিম থানায় এই মামলা হয়। মামলায় ৬ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম দ্য ডেইলি স্টারকে জানান, টঙ্গীর চেরাগ আলী এলাকায় একটি মোটরসাইকেলে আগুন দেওয়ার অভিযোগে ৭৮ জনকে শনাক্ত করে ও ৫০ জনকে অজ্ঞাত উল্লেখ করে একটি মামলা করা হয়েছে।
মামলায় প্রাথমিকভাবে ৬ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
বিএনপি ও পুলিশ সূত্রে জানা যায়, এই মামলায় টঙ্গী পশ্চিম থানা বিএনপি, যুবদল ও ছাত্রদলের শীর্ষ নেতাদের আসামি করা হয়েছে।
মামলায় ৭৮ নেতাকর্মীর মধ্যে আছেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহবায়ক শেখ মো. আলেক, টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবু বকর সিদ্দিক ও গাজীপুর মহানগর যুবদলের আহবায়ক মো. সাজেদুল ইসলাম।
নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির এক নেতা ডেইলি স্টারকে বলেন, 'এই মামলার প্রতিবাদে টঙ্গীতে প্রতিবাদ মিছিল করা হয়েছে।'
এ ছাড়াও, গত রোববার হরতালে নাশকতার অভিযোগে কাপাসিয়া থানায় বিএনপি ও জামায়াতে ইসলামীর ২২ নেতাকর্মীর নামে ও অজাত অনেককেই আসামি করে মামলা দেওয়া হয়েছে।
কাপাসিয়া থানার ওসি আবু বকর মিয়া ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।
Comments