রাজধানীর শ্যামলী-ভাটারায় আরও ২ বাসে আগুন

যমুনা ফিউচার পার্কের কাছে বৈশাখী পরিবহনের বাসটিতে আগুন দেওয়া হয়। ছবি: সংগৃহীত

রাজধানীর শ্যামলী ও ভাটারা এলাকায় আরও দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

আজ বুধবার সন্ধ্যার এ দুই পৃথক ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এ নিয়ে বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের দ্বিতীয় দিনে আজ বুধবার ঢাকায় চারটি বাসে আগুন দেওয়া হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ ইমরুল দ্য ডেইলি স্টারকে বলেন, 'সন্ধ্যা ৬টার দিকে শ্যামলী থেকে অজ্ঞাতপরিচয় কয়েকজন ওয়েলকাম পরিবহনের একটি বাসে উঠে আগুন দেয়।'

পুলিশ ও স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হয় বলে জানান তিনি।

এদিকে সন্ধ্যা ৭টার দিকে যমুনা ফিউচার পার্কের কাছে আরেকটি বাসে আগুন দেওয়া হয়। 

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন ডেইলি স্টারকে জানান, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করছে।

বারিধারা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার সৈয়দ মনিরুল ইসলাম ডেইলি স্টারকে বলেন, 'বৈশাখী পরিবহনের বাসটি যাত্রী নামিয়ে দিয়ে ঘোরানোর সময় ২ জন দুর্বৃত্ত বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায়।' 

এর আগে সকালে মুগদা এলাকায় একটি বাসে আগুন দেয়। ওই ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এছাড়া কাফরুল এলাকায় আরেকটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

Comments

The Daily Star  | English

Debunking DMP claim, frame by frame

The Daily Star photographer, who was present at the scene, described the incident as it unfolded

51m ago