ভাটারায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুন, দম্পতির মৃত্যু

রাজধানীর ভাটারা এলাকায় সিলিন্ডারের লিকেজ থেকে ছড়িয়ে পড়া গ্যাসে আগুন ধরে গেলে তাতে দগ্ধ হয়ে এক দম্পতির মৃত্যু হয়েছে।
নারায়ণগঞ্জে ‘গ্যাস লিকেজ থেকে’ আগুন, দগ্ধ ৫
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

রাজধানীর ভাটারা এলাকায় সিলিন্ডারের লিকেজ থেকে ছড়িয়ে পড়া গ্যাসে আগুন ধরে গেলে তাতে দগ্ধ হয়ে এক দম্পতির মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন- আব্দুল মজিদ সিকদার (৭২) ও তার স্ত্রী তাসলিমা আক্তার (৪৭)।

ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) ইমরান জানান, আজ বৃহস্পতিবার সকাল সোয়া ৬টার দিকে সৈয়দনগর এলাকায় এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার রাকিবুল হাসান দ্য ডেইলি স্টারকে বলেন, 'গ্যাস লিক থেকে আগুন লাগার পর ৬ তলা ভবনের তৃতীয় তলায় থাকা ওই দম্পতি দগ্ধ হন।

আগুন লাগার পর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থল পৌঁছায়। ততক্ষণে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

Comments

The Daily Star  | English

Wage growth still below inflation

Unskilled workers wage grew 8.01% in September this year when inflation was 9.92%

1h ago