চট্টগ্রামে বিএনপির হরতাল, পতেঙ্গায় বাসে আগুন

চট্টগ্রামে হরতাল
চট্টগ্রাম নগর বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতালে কাজিরদেউড়ি এলাকায় নগর বিএনপির কার্যালয় নাসিমন ভবনের সামনের রাস্তা। ৫ নভেম্বর ২০২৩। ছবি: স্টার

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে গ্রেপ্তারের প্রতিবাদে ডাকা বিএনপির সকাল-সন্ধ্যা হরতালের ভোরে বন্দরনগরী চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

আজ রোববার ভোর ৪টা ৪০ মিনিটে পতেঙ্গা থানার কাটঘরের গুমপাড়ায় এ ঘটনা ঘটে।

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব হোসেন দ্য ডেইলি স্টারকে জানান, বাসটি পোশাকশ্রমিকদের নেওয়ার জন্য সেখানে অপেক্ষা করছিল। চালক বাসটি রাস্তার পাশে দাঁড় করিয়ে ফজর নামাজ পড়তে মসজিদে যান।

'একদল লোক সিএনজিচালিত অটোরিকশা নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়' উল্লেখ করে তিনি বলেন, 'কয়েকজন পোশাকশ্রমিকের সামনে তারা বাসে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পুলিশ ২০ মিনিটের মধ্যে আগুন নিভিয়ে ফেলে।'

এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি বলেও জানান ওসি।

Comments

The Daily Star  | English

Govt scraps Cyber Security Act

The decision has been taken in a meeting at the Chief Adviser's Office in the capital's Tejgaon area.

9m ago