বিএনপি নেতাদের বাসায় না পেয়ে পরিবারের সদস্যদের আটক করছে পুলিশ: রিজভী

নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশের প্রস্তুতি নিচ্ছে বিএনপি
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী | ফাইল ছবি

বিএনপি নেতাদের বাসায় না পেয়ে পরিবারের অন্য সদস্যদের পুলিশ অন্যায়ভাবে আটক করছে—এমন অভিযোগ করেছেন জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

আজ সোমবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ অভিযোগ তোলেন।

বিজ্ঞপ্তিতে দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে গ্রেপ্তারের ঘটনায় নিন্দা এবং অবিলম্বে মুক্তির দাবি জানান তিনি।

রিজভী বলেন, 'বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মী এবং সাধারণ জনগণ এখন একাত্তরের দিনগুলোর চেয়েও চরম সংকটকাল অতিক্রম করছে।'

তিনি বলেন, 'পুলিশ দিনে-রাতে যে কোনো সময় নেতাকর্মীদের ধরতে বাড়িতে বাড়িতে হানা দিচ্ছে। টার্গেটকৃত ব্যক্তিকে বাসায় না পেয়ে তাদের পিতা, ভাই কিংবা অন্য সদস্যদের অন্যায়ভাবে আটক করে নিয়ে যাচ্ছে। আটককৃত নেতাকর্মী কিংবা তাদের আত্মীয়-স্বজনদের থানায় নিয়ে গিয়ে অবর্ণনীয় নির্যাতন করা হচ্ছে।'

বিএনপিকে নিশ্চিহ্ন করার স্বপ্ন দুঃস্বপ্নই রয়ে যাবে মন্তব্য করে তিনি বলেন, 'জনগণকে সঙ্গে নিয়ে বর্তমান অবৈধ শাসকগোষ্ঠীর পতন ঘটাতে বিএনপি দৃঢ়প্রতিজ্ঞ।'

Comments

The Daily Star  | English

Mammoth rally ends with calls for Israel’s trial

'March for Gaza' wraps up with a formal declaration

2h ago