প্রথম দিনে ৫৫৭টি মনোনয়ন ফরম বিক্রি জাতীয় পার্টির

আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য জাতীয় পার্টির (জাপা) মনোনয়ন ফরম বিক্রির প্রথম দিনে দলটির মোট ৫৫৭ জন মনোনয়নপ্রত্যাশী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
মনোনয়ন ফরম বিক্রি থেকে জাপার প্রথম দিনে আয় হয়েছে ১ কোটি ৬৭ লাখ টাকা। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে দলটি।
সংসদের প্রধান বিরোধী দল জাপার মনোনয়ন ফরম বিক্রি চলবে আগামী ২৩ নভেম্বর পর্যন্ত। মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিয়ে ২৭ নভেম্বর প্রার্থীদের চূড়ান্ত তালিকা ঘোষণা করবে দলটি।
জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয় থেকে চারদিনব্যাপী মনোনয়ন ফরম বিক্রির প্রথম দিনে ফরম সংগ্রহ করেন দলের চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব মুজিবুল হক চুন্নু, সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদসহ দলের সিনিয়র নেতারা।
তবে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে চুন্নু বলেন, আমরা মনোনয়নপত্র বিক্রি শুরু করলেও নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
তিনি বলেন, জাপা নির্বাচনের পরিবেশ পর্যবেক্ষণ করছে। সময়মতো নির্বাচন সংক্রান্ত কিছু আনুষ্ঠানিকতা সম্পন্ন করার বাধ্যবাধকতা থাকায় আমরা সেসব আনুষ্ঠানিকতা সম্পন্ন করছি।
মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৩০ নভেম্বরের আগে জাপা নির্বাচনে যাবে কিনা সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন পার্টির চেয়ারম্যান।
জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয়ে গিয়ে দেখা যায়, মনোনয়ন ফরম বিক্রিকে কেন্দ্র করে কার্যালয়ের বাইরে বিপুল সংখ্যক নেতাকর্মী জড়ো হয়েছেন। দলের আটটি বিভাগের প্রার্থীদের মধ্যে মনোনয়ন ফরম বিক্রির জন্য তৃতীয় তলায় আটটি বুথ স্থাপন করা হয়েছে।
Comments