স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন ফরম নিয়ে ফেরার পথে সাবেক যুবলীগ নেতা হামলার শিকার

কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করে ফেরার পথে হামলার শিকার হয়েছেন সাবেক ইউপি চেয়ারম্যান ও সাবেক যুবলীগ নেতা গোলাম সারোয়ার মজুমদার।
কুমিল্লা -৯ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করে ফেরার পথে গোলাম সারোয়ার মজুমদারকে মারধর করা হয়। ছবি: ভিডিও থেকে নেওয়া

কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করে ফেরার পথে হামলার শিকার হয়েছেন সাবেক ইউপি চেয়ারম্যান ও সাবেক যুবলীগ নেতা গোলাম সারোয়ার মজুমদার।

আজ শুক্রবার বিকেলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে ওই হামলার ছবি ও ভিডিও শেয়ার করেন তিনি।

পরে দ্য ডেইলি স্টারকে সরসপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও মনোহরগঞ্জ উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম সম্পাদক গোলাম সারোয়ার মজুমদার বলেন, 'কুমিল্লা নির্বাচন অফিস থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করে ফেরার পথে দুর্বৃত্তরা আমার ওপর হামলা চালায়। তারা মনোনয়ন ফরম ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। মনোনয়ন ফরম সংগ্রহের আগে কামাল ও মহব্বতের অনুমতি নিয়েছি কি না জিজ্ঞেস করে।'

এ ঘটনায় জেলা নির্বাচন অফিসার, প্রিজাইডিং অফিসার ও কুমিল্লা কোতোয়ালি থানায় অভিযোগ দিয়েছেন বলে জানান তিনি।

কুমিল্লা কোতোয়ালি থানার তদন্ত কর্মকর্তা (পরিদর্শক) রাকিবুল ইসলাম ডেইলি স্টারকে বলেন, 'সামাজিক যোগাযোগমাধ্যম থেকে বিষয়টি জেনেছি। অভিযোগ পেলে ব্যবস্থা নেব।' 

উল্লেখ্য, কুমিল্লা-৯ আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম।

 

Comments

The Daily Star  | English

The story of Gaza genocide survivor in Bangladesh

In this exclusive interview with The Daily Star, Kamel provides a painful firsthand account of 170 days of carnage.

1d ago