গাজীপুর-২

স্বতন্ত্র প্রার্থীর পথসভা, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ২ কিলোমিটার যানজট

বোর্ডবাজার
বোর্ডবাজারে মহাসড়কের পাশে পথসভা শুরু হলে যানজট সৃষ্টি হয়। ছবি: সংগৃহীত

গাজীপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী কাজী আলিমুদ্দিন বুদ্দিনের পথসভার কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অন্তত ২ কিলোমিটার যানজট তৈরি হয়।

আজ বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে গাজীপুরের বোর্ডবাজারে মহাসড়কের পাশে সিটি করপোরেশনের ৩৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ের সামনে পথসভা শুরু হয়।

তখন থেকেই ওই এলাকায় ধীরগতিতে যান চলাচল করে। বোর্ডবাজারের দুইদিকে যানজটের সৃষ্টি হয়। বিকেল ৫টায় সভা শেষ হওয়া পর্যন্ত যানজট ছিল।  

এ আসনে ট্রাক প্রতীকের প্রার্থী বুদ্দিনের এ সভায় গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।

বিকাল সাড়ে ৩টার দিকে মিছিল নিয়ে বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীদের সভাস্থলে যেতে দেখা গেছে।  

বোর্ডবাজার
বোর্ডবাজার থেকে কুনিয়া বড়বাড়ী পর্যন্ত গাড়ি থেমে থেমে চলে। ছবি: সংগৃহীত

বিকাল ৪টায় গুগল ম্যাপের আপডেটে দেখা গেছে, মহাসড়কে গাজীপুরের বোর্ডবাজার জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কুনিয়া বড়বাড়ী পর্যন্ত গাড়ি থেমে থেমে চলছে।  

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৩টার দিকে পথসভা শুরুর পরপর এ সড়কে চলাচলকারীরা চরম ভোগান্তিতে পড়েন।

অ্যাম্বুলেন্স চালক মোহাম্মদ সবুজ মিয়া ময়মনসিংহ থেকে রোগী নিয়ে যাচ্ছিলেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে। তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, 'রোগী নিয়ে আটকা পড়েছি। জয়দেবপুর চান্দনা চৌরাস্তা থেকে ৩০ মিনিটে জাতীয় বিশ্ববিদ্যালয় এসেছি। এখনো বোর্ডবাজার যেতে পারিনি। রোগীর অবস্থা ভালো না।'

জানতে চাইলে গাজীপুরের ট্রাফিক পুলিশের ডেপুটি কমিশনার আলমগীর হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, 'স্বতন্ত্র প্রার্থী নির্বাচনী পথসভা করেছে। এ কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম অংশে যানজট হয়েছে।'

মহাসড়ক আটকে পথসভা করার বিষয়ে মন্তব্য জানতে কাজী আলীম উদ্দিন বুদ্দিনকে একাধিকবার ফোন করলেও, তিনি ফোন ধরেননি।

তবে এই প্রার্থীর এক সমর্থক ডেইলি স্টারকে জানান, 'বোর্ডবাজার এলাকায় সড়কেই পথসভা হয়েছে। এখানে হাজারো লোক জমায়েত হয়েছে।' 

Comments

The Daily Star  | English

Soybean oil prices hiked by Tk 14 per litre

The decision came following a review meeting at the secretariat on the import and supply of edible oil.

23m ago