হবিগঞ্জে প্লাস্টিক পণ্যবাহী ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।
হবিগঞ্জে আজ সোমবার সকালে পণ্যবাহী গাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। ছবি: সংগৃহীত

বিএনপির অবরোধের দ্বিতীয় দিনে আজ সোমবার সকালে হবিগঞ্জ সদর উপজেলায় একটি পণ্যবাহী ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

এতে গাড়িসহ পুড়ে গেছে সব মালামাল। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।

ট্রাকের চালক আব্দুস সাত্তার জানান, প্লাস্টিকের পণ্য নিয়ে হবিগঞ্জ শহরে আসার পথে ভাদৈ এলাকায় কিছু লোক মিছিল নিয়ে আসে। এসময় তারা গাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। সাথে সাথে পুরো গাড়িতে আগুন ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্লাস্টিক পণ্য হওয়ার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এছাড়া গাড়ির সামনে অংশ পুড়ে গেছে।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অজয় চন্দ্র দেব জানান, আগুন ধরিয়ে দিয়ে দুষ্কৃতকারীরা পালিয়ে যায়। আসামিদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

Comments