বুধবার অবরোধ ও বৃহস্পতিবার হরতালের ঘোষণা বিএনপির

এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দলের যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।
বিএনপির অবরোধ

আগামী বুধবার দেশব্যাপী অবরোধ ও বৃহস্পতিবার হরতালের ঘোষণা দিয়েছে বিএনপি।

আজ সোমবার বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দলের যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।

তিনি জানান, বুধবার ভোর থেকে পরিদিন ভোর পর্যন্ত ২৪ ঘণ্টা অবরোধ ও বৃহস্পতিবার ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত হরতাল চলবে।

বিএনপি ও সহযোগী সংগঠনের সপ্তম দফায় ডাকা দুই দিনের দেশব্যাপী অবরোধের আজ দ্বিতীয় দিনে রিজভী এ ঘোষণা দিলেন।

Comments

The Daily Star  | English
Yunus-led interim govt takes charge

2 months of interim govt: Hopes still persist

The interim government had taken oath two months ago with overwhelming public support and amid almost equally unrealistic expectations.

2h ago